MCQ
241. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান / কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্য পদ
242. সমাস কত প্রকার?
৪ প্রকার
৮ প্রকার
৬ প্রকার
১০ প্রকার
243. সমাস ভাষাকে / সমাস বাক্যকে-
সংকোচন করে
সংক্ষেপ করে
অর্থবোধক করে
বিস্তৃত করে
244. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
আরবি
ফারসি
ইংরেজি
সংস্কৃত
245. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্যপদ
246. নিচের কোনটি সমাসজাত শব্দ?
কালসাপ
মচ্ছব
পিপাসা
তবলচি
247. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ব্যাসবাক্য
সমস্যমান পদ
সমাসবাক্য
সমস্তপদ
248. ব্যাসবাক্যের অপর নাম কী?
সরল বাক্য
যৌগিক বাক্য
বিগ্রহবাক্য
জটিল বাক্য
249. 'সমাস' শব্দের অর্থ কী?
সংশ্লেষণ
বিশ্লেষণ
সংক্ষেপণ
সংযোজন
250. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
251. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
উত্তর পদ
পরপদ
দক্ষিণ পদ
পূর্বপদ
252. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায়, তাকে কোন সমাস বলে?
কর্মধারয়
তৎপুরুষ
দ্বিগু
বহুব্রীহি
253. সাধারণত সমাসে কোন পদে কারক-বিভক্তি থাকে?
প্রথম পদে
শেষ পদে
সর্বনাম পদে
বিশেষ্য পদে
254. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
সন্ধি
প্রত্যয়
সমাস
পুরুষ
255. সমাস নিষ্পন্ন পদটির নাম কি / সমাসবদ্ধ পদকে কি বলে?
সমস্যমান
সমস্তপদ
ব্যাসবাক্য
বিগ্রহবাক্য
256. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিক্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস?
দ্বন্দ্ব
কর্মধারয়
দ্বিগু
তৎপুরুষ
257. নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?
একচোখা
দোনলা
সামীপ্য
ঊনপাঁজুরে
258. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
প্রাদি সমাস
259. নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ?
একটি মাত্র
অনুকূল
আনাগোনা
রামেশ্বর
260. 'কালান্তর' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
অন্যকাল
ক্ষুদ্রকাল
কালের অন্তর
কাল ও অন্তর