10. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে হালদা। এটি পরে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।