MCQ
1721. Which one is plural number?
data
goose
basis
formula
1722. A friend-- need is a friend indeed.
to
at
for
in
1723. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
1724. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: BNBC-2006 অনুযায়ী Highrise Building ন্যূনতম ৬ তলা। BNBC-2020" ১০ তলা।
1725. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
1726. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
1727. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বিদ্রোহী' কবিতা ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন ১৯২১ সালে। কবিতার মোট লাইন সংখ্যা ১৩৯টি।
1728. Our teacher teaches Mathematics - English.
across
besides
beside
both
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: উপরের Answer অপশনগুলোর মধ্যে (খ) besides সঠিক উত্তর। কারণ, কারোর কোনো বিষয়ে কিছু দোষ, গুণ থাকার পাশাপাশি যদি আরও অতিরিক্ত দক্ষতা বুঝায়। তবে পূর্বের বিষয়ের পর besides বসে এবং পরের Noun-টি বসে।
1729. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর, গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।
1730. Go there at once' is--
a simple sentence
an optative sentence
an assertive sentence
an imperative sentence
1731. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে (১৯৭২)।
1732. O'Henry is famous for-
Short story
Drama
Poem
Novel
1733. The adjective for 'love' is --
loveable
lovely
loved
lovingly
1734. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
1735. The teacher infused a new spirit- the studnts.
in
to
at
into
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: The teacher infused a new spirit the students. বাক্যটির শূন্যস্থানে into বসবে। বাহির হতে কোনোকিছু ভিতরে আসা বুঝালে into ব্যবহৃত হয়। অর্থাৎ, শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে নতুন শক্তির মাত্রা সংশ্রব করেন। 'a new spirit into' means to cause to be permeated with something (such as a principle or quality that alters usually for the better).
1736. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ভাষাতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি; যথা- ১। ধ্বনিতত্ত্ব, ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩। বাক্যতত্ত্ব, ৪। অর্থতত্ত্ব। বাগধারা আলোচিত হয়েছে বাক্যতত্ত্ব অংশে।
1737. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
1738. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাদ মিত্র ওরফে টেকচাদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করনে।
1739. রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সময়কাল-
২০১০-২০৪১
২০২০-২০৪১
২০২২-২০৪১
২০২১-২০৪১
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা।
1740. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান