MCQ
3421. অপপ্রয়োগের দুষ্টান্ত নয়-
সুগন্ধফুল
বিষাদ মন্ডিত
সংযতবাক
সুনীল আকাশ
3422. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: লালবাগ কেল্লা ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মাণকাজ শুরু হয়। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হন। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত স্থাপনা।
3423. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
3424. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক্রন্দণ
চাণক্য
মাণিক্য
গণ
3425. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: প্রচুর বৃষ্টিপাত এলাকায় গৃহে ঢালু ছাদ দেওয়া উচিত। ঢাল সাধারণত ১০০ এর বেশি হওয়া উচিত।
3426. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: মাটির ঘর অথবা Mud Architecture বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর অংশ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চল গঠিত।
3427. অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
বৃক্ষরাজি
শৈবালদল
সমৃদ্ধশালী
ঊর্মিমালা
3428. নিচের কোথায় হাইফেনের প্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?
খাওয়া-দাওয়া
সকাল-সকাল
ছেলে ভুলানো ছড়া
3429. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: নালন্দা একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিমি দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত। খ্রিষ্টীয় ৭ম শতাব্দী থেকে আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
3430. অপপ্রয়োগের দৃষ্টান্ত---
প্রতি ঘরে ঘরে
চরম দুরবস্থা
ঊর্ধ্বমুখী শিখা
কথার ফুলঝুরি
3431. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
3432. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
3433. নিচের কোনটিতে মধ্য- স্বরগামের প্রয়োগ হয়েছে?
ফিল্ম> ফিলিম
সত্য > সত্যি
গ্লাস> গেলাস
শিক্ষা>শিকে
3434. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক-এর ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি)।
3435. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ১৯৮৩ সালে। ২০০৮ সালে চারুকলা অনুষদ হিসেবে এর পথ চলা শুরু হয়।
3436. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
একত্র
ফলশ্রুতি
অধীনস্থ
কোনটিই নয়
3437. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ, যেটি আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে।
3438. কোনটি আপপ্রয়োগের দৃষ্টান্ত?
আয়ত্তাধীন
মিথস্ক্রিয়া
দিবারাত্র
দুরবস্থা
3439. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
দক্ষিণ
উত্তর
দক্ষিণ-পূর্ব
দক্ষিণ-পশ্চিম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শীতকালে বাংলাদেশে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়।
3440. কোনটিতে অপপ্রয়োগ ঘটছে?
একত্রিত
জবাবদিহি
মিথস্ক্রিয়া
স্বায়ত্ব