MCQ
13561. 'উড়ে এসে জুড়ে বসা' এর অর্থ কী?
হঠাৎ আবির্ভাব
অনধিকার চর্চা
দূর থেকে আসা
অধিকার প্রতিষ্ঠা করা
13562. কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
আট কপালে
ছা-পোষা
উড়নচণ্ডী
ভূষণ্ডির কাক
13563. 'কুঁড়ে স্বভাব' কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
উনপঞ্চাশ বায়ু
আঠারো মাসে বছর
অকাল কুষ্মাণ্ড
অল্পবিদ্যা ভয়ঙ্করী
13564. 'উত্তম মধ্যম' বলতে কি বুঝায়?
সম্মান
প্রহার
মাঝামাঝি
ওপর-নিচে
13565. 'আট কপালে' বাগধারার অর্থ কী?
মন্দ মানুষ
ঊন মানুষ
খারাপ মানুষ
হতভাগ্য
13566. 'ইঁদুর কপালে' এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
একাদশে বৃহস্পতি
অন্ধকার দেখা
কেউকেটা
13567. আমড়া কাঠের ঢেঁকি'কে কি বলে?
নরম
অপদার্থ
অসম্ভব বস্তু
বোকা
13568. 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ নির্ণয় কর।
অমিতব্যয়ী
অবাধ্য
উচ্ছৃঙ্খল
কোনোটিই নয়
13569. 'উজানের কৈ' বাগধারাটির অর্থ কী?
বিরাট আয়োজন
অপদার্থ
সহজলভ্য
সামান্য পার্থক্য
13570. 'ইঁদুর কপালে' এর সমার্থক বাগধারা-
ঊনপাঁজুরে
কাক জোছনা
ভূষণ্ডীর কাক
নেই আঁকাড়া
13571. এক চোখা' এর সঠিক অর্থ কোনটি?
এক চক্ষু বিশিষ্ট
পক্ষপাতহীন
পক্ষপাতদুষ্ট
এক চোখ কানা যার
13572. 'ইতর বিশেষ' বলতে বোঝায়-
দুর্বৃত্ত
পার্থক্য
চালাকি
অপদার্থ
13573. কোন বাগধারাটি ভিন্নার্থক?
উত্তম-মধ্যম
সাপে-নেউলে
অহি-নকুল
আদায়-কাঁচকলায়
13574. 'উলুবনে মুক্তা ছড়ানো' এর সঠিক অর্থ-
অজায়াগায় গমন করা
অপাত্রে সম্প্রদান করা
অস্থানে যোগাযোগ করা
অপাত্রে অনুসন্ধান করা
13575. 'ঊনকোটি চৌষট্টি' বাগধারার অর্থ হলো-
অপদার্থ
অপব্যয়ী
পাগলামি
প্রায় সম্পূর্ণ
13576. 'ঊনপঞ্চাশ বায়ু' বাগাধারাটির অর্থ কী?
ঘৃণা
বদমেজাজ
বিরক্তি
পাগলামি
13577. ইঁদুর কপালে' বাগধারা দ্বারা বোঝানো হয়?
নিতান্ত মন্দ ভাগ্য
অনধিকারের অধিকার
ভাগ্যহত
ভাগ্যহীন
13578. 'ঊনপাজুরে' শব্দের অর্থ-
সৌভাগ্যবান
সুসময়
লোভী
দুর্বল
13579. 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কী?
সৌভাগ্যের বিষয়
মজা পাওয়া
আশার কথা
আনন্দের বিষয়
13580. 'আষাঢ়ে গল্প' বলতে কী বোঝায়?
আষাঢ় মাসের গল্প
গাজাখুরি গল্প
বৃষ্টির গল্প
কোনোটিই নয়