MCQ
9941. Please, stop - so many mistakes.
to make
make
making
makes
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: উপরের বাক্যটির শূন্যস্থানে সঠিক উত্তর হবে- making. কারণ, Imperative sentence-এর মূল verb-এর পরের word-টি present participle আকারে হবে।
9942. Choose the correct sentence:
Cows are sold dear
He gave me many good advices
They want your reply
I live here for five days
9943. বাংলাদেশের আবহাওয়া হলো-
ট্রপিক্যাল
ওয়ার্ম-হিউমিড
শুষ্ক
শীতল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলাদেশে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল, যার ফলে প্রায় প্রতিদিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং ঝড়-বাতাসসহ আবহাওয়ায় গরম এবং আর্দ্র (Humed) থাকে, যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প শুকনো মৌসুম খুব উষ্ণ (Warm) এবং আকাশ মোটামুটি পরিষ্কার থাকে।
9944. 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
দলপতি
একগুঁয়ে
কপট ব্যক্তি
সৎ মানুষ
9945. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
9946. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা
9947. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর ইউসুফ জোলেখা'র কাহিনী কাব্য রচনা করেন। এটি একটি বাংলা রোমান্টিক কাব্য।
9948. Identify the correct singular form:
lice
agenda
alumnus
antennae
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Agenda এর plural form হবে agendum. Modern grammarian-রা এটার Plural করেন agendas লিখে। Lice শব্দটি singular noun হবে louse, alumnus-এর singular noun হবে alumna এবং antennae-এর singular form হবে antenna.
9949. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লাইস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত।
9950. রক্ত তঞ্চনে (Blood Coagulation) সাহায্য ৬৬ করে কোন খনিজ মৌল?
ক্যালসিয়াম
ম্যাগনেশিয়াম
সালফার
ফসফরাস
9951. বাংলাদেশের 'Rural Settlement' হলো-
Compact type
Scattered type
Clustered
Linear type
9952. সাধারণ Aluminium জানালার কাঁচের মাপ বা Thickness কত?
3 mm
4 mm
5 mm
8 mm
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বসতবাড়িতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম জানালার গ্লাসের পুরুত্ব ৫-১০ মিমি হয়ে থাকে। তবে সাধারণত ৫ মিমি অথবা ৬ মিমি পুরুত্বের গ্লাস ব্যবহার করা হয়।
9953. Please, do not laugh those beggars.
for
against
at
from
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কাউকে অবজ্ঞা করা, ছোট ভাবা অর্থে laugh at phrase-টি ব্যবহৃত হয়।
9954. He got too tired - over work.
because of
on
because off
for
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Because of দ্বারা কারণ বুঝায়। He got too tired because of over work. বাক্যটির অর্থ হলো-অতিরিক্ত পরিশ্রমের কারণে/ফলে সে খুবই ক্লান্ত হয়ে পড়লো।
9955. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সমীর
শিশির
তিমির
মিহির
9956. প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ভারত
পাকিস্তান
বাংলাদেশ
থাইল্যান্ড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ১০ পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এক সময় মহাস্থানগড় ১২ গ বাংলার রাজধানী ছিল। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে ১৩ খ অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য ১৪ ঘ জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার ১৫ খ প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
9957. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, কপাল কুন্ডলা, রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল
9958. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
9959. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে (১৯৭২)।
9960. Which of the following is spelt incorrectly?
aggravation
air freshner
bourgeois
maintenance
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: উপরের Answer অপশনগুলোর সঠিক spelling ৩টি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কোন spelling-টি ভুল আর তার কোনটির অর্থ নেই। এই দৃষ্টিকোণে (গ) bourgeois শব্দটির অর্থ নেই। তাই (গ) উত্তরটি সঠিক।