Bangla MCQ
5141. কোন বাক্যে অসমান কর্তা আছে? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
সে এলে আমি যাব
সে কেঁদে কেঁদে বলল
বালিকাটি গান করে বলে গেল
সে যেতে যেতে থেমে গেল
5142. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ- বেসামরিক বিমানের নিরাপত্তা অপার্টের। ২১
সে ঘুমায়
রিপা হাসছে
সে লিখছে
সে বই পড়ছে
5143. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে- বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার। ২১
বেশী ওজন
খুব
ভারহীন
বেশী
5144. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো- সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১
খুব
যদি
আর
আবার
5145. পারস্পারিক সর্বনাম কোনটি? বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার। ২১
যেমন-তেমন
সকলে
নিজেরা-নিজেরা
নিজে
5146. রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন? (রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১
সমুচ্চয়ী
সমুচ্চয়ী সংকোচক
সমুচ্চয়ী বিয়োজক
অনন্বয়ী
5147. কোনটি ব্যতিহারিক সর্বনাম? ইয়া কর্পোরেশনের অফিস সহকারী। ২১
যার-তার
এরা-ওরা
নিজে-নিজে
আমি-তুমি
5148. "কী করেই না দিন কাটাচ্ছ" বাক্যটিতে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে? (ডেলওয়ের পয়েন্টসম্যান। ২২
বিস্ময় প্রকাশ
আক্ষেপ প্রকাশ
উপহাস প্রকাশ
ব্যঙ্গ প্রকাশ
5149. অব্যয় পদ কত প্রকার? উত্তরা ব্যাংকের আসিস্ট্যান্ট অফিসার। ২১
তিন
ছয়
চার
পাঁচ
5150. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি? ডিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিগার। ২১
করেছিলে
করালাম
করতে
করিয়েছিলাম
5151. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১
প্রত্যয়
উপসর্গ
অনুসর্গ
বিভক্তি
5152. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২
সমুচ্চয়ী
অনুকার
অনন্বয়ী
অনুসর্গ
5153. ঘটনাটা শুনে রাখ- এই বাক্যে 'শুনে রাখ' কোন প্রকার ক্রিয়া? সহকারী জজ। ২২
যৌগিক
সমধাতুজ
দ্বিকর্মক
মিশ্র
5154. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা। ২১
আমি বই পড়ছি
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ছেলেরা মাঠে খেলছে
সে ঘুমায়
5155. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এর মধ্যে 'টাপুর টুপুর' কিরূপ অব্যয়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২
অনন্বয়ী অব্যয়
সংযোজক অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
5156. 'তাকে আসতে বললাম, তবু এলো না'- কীসের উদাহরণ? (এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১
অনুসর্গ
যোজক
নির্দেশক
আবেগ
5157. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
যখন-তখন
অধিকন্তু
অথবা
শন শন
5158. 'ঘণ্টা বেজে উঠল' কোন ধরনের ক্রিয়াপদ? পিটি উন্নয়ন বোর হিসাবরক্ষক। ২২
প্রযোজক ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
5159. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে? বেসামরিক বিমান চলাচলের প্রতিটিরমেন্ট অফিসার। ২১
শব্দ
ক্রিয়া বিভক্তি
ধাতু
শব্দমূল
5160. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে? (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার। ২২
এমন সুখের মরণ কে মরতে পারে?
এমন কষ্টের মরণ কেউ কি চায়?
এমন সুখের মরণ কে না চায়?
উপরের কোনটিই নয়