Bangla MCQ
181. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
তৎসম
তদ্ভব
ফারসী
তুর্কি
182. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
আতিশয্য
আধিক্য
শূন্য
183. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে যাবে
লাল-লাল ফুল
184. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
জ্বর জ্বর লাগছে
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
লাল লাল ফুল
গ্রামে গ্রামে যাব
185. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি।'- এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
কালের বিস্তার
বিরক্তি
পৌনঃপুনিকতা
186. শিশুটি মা মা বলে কাঁদছে'- এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
স্বল্পকাল স্থায়ী
আগ্রহ
আধিক্য
তীব্রতা
187. উদ্বাসন শব্দের অর্থ কী?
বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
বাসভূমির সম্মুখস্থ ভূমি
188. একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে-
প্রচলিত শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অশব্দ
189. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
শব্দের দ্বিরুক্তি
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
ছড়ার শব্দ
190. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর টুপুর' নদেয় এলো বান' এখানে 'টাপুর কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
দ্বিরুক্ত শব্দ
191. 'পথে পথে' কোন ধরনের শব্দ?
দ্বিরুক্তি শব্দ
পদ দ্বৈত
শব্দ দ্বৈত
ধ্বন্যাত্মক শব্দ
192. নিচের কোনটি একবচন?
আমি
মাঝিরা
বইগুলি
কলমগুলো
193. 'বই-টই' নিয়ে পড়তে বসো।' এখানে 'বই-টই' কী?
যথাদ্বিরুক্তি
অনুচর দ্বিরুক্তি
সমার্থক দ্বিরুক্তি
বিপরীতার্থক দ্বিরুক্তি
194. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
ধন-দৌলত
তোড়-জোড়
আরার-ফকির
195. নিচের কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঠা ঠা
ঝম্-ঝম্
196. 'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব'- 'কবি কবি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
পৌনঃপুনিকতা অর্থে
পুনরাবৃত্তি অর্থে
ভাল অর্থে
উপহাস অর্থে
197. 'ডাল-ভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
সমার্থক
বিপরীতার্থক
মিলনার্থক
ভিন্নার্থক
198. কোনটি সঠিক নয়?
পণ্ডিতবৃন্দ
সুধীবৃন্দ
শিক্ষকবৃন্দ
মন্ত্রিবর্গ
199. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ঘন-ঘন
ভাল-ভাল
ঝম-ঝম
রাশি-রাশি
200. ধ্বনি বাচক দ্বিরুক্ত শব্দ-
দরদর
কড়কড়
মরমর
নড়নড়