Bangla MCQ
121. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
122. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয়-শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ
123. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী
বিষের বাঁশি
সিন্দু হিন্দোল
অগ্নিবীণা
124. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য
125. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা
126. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
আসন্ন বিপদ
অস্থির
অকর্মণ্য
127. প্রথম চৌধরীর ছদ্মনাম কোনটি?
বনফুল
বীরবল
যাযাবর
নীললোহিত
128. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
129. 'অদৃশ্য'শব্দের বিপরতিার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টিমান
সদৃশ
130. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
131. 'সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই' কথাগুলি কোন কবির?
রবীন্দ্রনাথ ঠাকুর কবি
চণ্ডীদাস
কাজী নজরুল ইসলাম
কবি জসীম উদ্দীন
132. কোনটি নিভুল বাক্য?
আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অন্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
133. পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-
পৌষ মাসে
মাঘ মাসে
চৈত্র মাসে
বৈশাখ মাসে
134. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগন্থের রচয়িতা কে?
বুদ্ধদেব বসু
সমর সেন
জীবনানন্দ দাশ
নির্মলেন্দু গুণ
135. কোনটি শুদ্ধ বানান?
আশিস
আশীষ
আশীস
আশিষ
136. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন-
কৈলাশ সত্যার্থী
ড. জ্যাঁতিরোল
কাজিও ইশিগুয়ো
আবদুর রাজ্জাক গুরনাহ
137. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি
138. আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
আলতাব মাহমুদ
সুবল দাশ
সুজেয় শ্যাম
আলাউদ্দিন আলী
139. শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে' গানটির গীতিকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
গৌরি প্রসন্ন মজুমদার
নজরুল ইসলাম বাবু
সত্য সাহা
140. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উনিশ
বিশ
একুশ
বাইশ