Image
Bangla MCQ
2181. 'নদের চাঁদ' কোন পালাগানের চরিত্র?
মালুয়া
দেওয়ানা মদিনা
মহুয়া
কাজল রেখা
2182. 'মনসামঙ্গল' কাব্যের চরিত্র-
ফুল্লরা
বেহুলা, লখিন্দর
রাজা হরিশ্চন্দ্র
কালকেতু
2183. 'রোহিণী-বিনোদিনী-কিরণময়ী' কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
2184. 'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
2185. 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
সমাপ্তি
জীবিত ও মৃত
হৈমন্তী
ছুটি
2186. 'রোহিণী' কোন উপন্যাসের নায়িকা?
চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল
সংশপ্তক
2187. 'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা?
যোগাযোগ
ঘরে-বাইরে
নৌকাডুবি
শেষের কবিতা
2188. 'ভাঁড়ুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চণ্ডীমঙ্গল
শ্রীকৃষ্ণকীর্তন
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
2189. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
সমাপ্তি
পোস্ট মাস্টার
দেনা-পাওনা
মধ্যবর্তিনী
2190. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সধবার একাদশী
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
2191. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
আলালের ঘরের দুলাল
একেই কি বলে সভ্যতা
নববাবুবিলাস
সধবার একাদশী
2192. 'অমিত ও লাবণ্য' চরিত্র দুটির রচয়িতা কে?
সৈয়দ মুজতবা আলী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
2193. 'চারু ও অমল' চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
একরাত্রি
হৈমন্তী
জীবিত ও মৃত
নষ্টনীড়
2194. 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?
শাহাজাদা সেলিম
আওরঙ্গজেব
চন্দ্রশেখর
নবকুমার
2195. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিণী
সুরেশ ও অচলা
2196. 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
বিসর্জন
রক্তকরবী
চিত্রাঙ্গদা
রাজা ও রানী
2197. 'শর্মিলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
দুইবোন
মালঞ্চ
বৌ ঠাকুরানীর হাট
শেষের কবিতা
2198. 'রতন' কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
গিন্নি
সুভা
পোস্টমাস্টার
ছুটি
2199. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের 'বড়ায়ি' কি ধরনের চরিত্র?
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
জনৈক গোপবালা
2200. রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
সমাপ্তি
একরাত্রি
হৈমন্তী
কাবুলিওয়ালা