Bangla MCQ
2241. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?
একগুঁয়ে
কাঁচা-মিঠা
রাজপথ
উনিশ-বিশ
2242. 'দ্যা লিবারেশন অফ বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা—
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
2243. 'মহাত্মা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
2244. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
ক্রীতদাসের হাসি
মাটি আর অশ্রু
হাঙ্গর নদী গ্রেনেড
সারেং বৌ
2245. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
জলাংগী
খরাদাহ
কাঁটাতারে প্রজাপতি
2246. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি?
একচোখা
ঘরমুখো
দোটানা
নাচার
2247. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
গায়েপড়া
কানেখাটো
হাতেখড়ি
সেতার
2248. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
2249. 'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ শামসুল হক
হুমায়ুন আহমেদ
রফিকুল ইসলাম বীর উত্তম
সেলিনা বেগম
2250. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস?
সংশপ্তক
ক্রীতদাসের হাসি
চিলেকোঠার সেপাই
একটি কালো মেয়ের কথা
2251. 'হাতেখড়ি' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য-
হাতের খড়ি
হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
খড়ির হাত
হাতে খড়ি
2252. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
আর্তনাদ
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
2253. বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি?
দশগজি
ত্রিফলা
খেয়াঘাট
বর্ণচোরা
2254. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
আশীবিষ
হাতেনাতে
কানাকানি
হাতেখড়ি
2255. 'একগুঁয়ে' কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
অলুক বহুব্রীহি
2256. 'নদীমাতৃক' কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
2257. 'একাত্তরের বিজয় গাঁথা' কার লেখা?
অ্যান্থনি মাসকারেনহাস
আবদুল গাফফার চৌধুরী
মেজর রফিকুল ইসলাম
রাবেয়া খাতুন
2258. 'দিগম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
2259. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
কী চাহ শঙ্খচিল
জন্ম যদি তব বঙ্গে
রাইফেল রোটি আওরাত এ
কদা এক রাজ্যে
2260. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
চিরসুখী
দশানন
গায়েহলুদ
কানাকানি