Image
Bangla MCQ
2201. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
একাত্তর কথা কয়
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
2202. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
আর্তনাদ
2203. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
লালসালু
আব্দুল্লাহ
2204. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
চি ছেঁড়াতার
বাকী ইতিহাস
ঢাকা
কী চাহ শঙ্খচিল
2205. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
কিত্তনখোলা
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
নীলদর্পণ
2206. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
স্বৈরাচার বিরোধী আন্দোলন
ছাত্র আন্দোলন
2207. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
লালসালু
পদ্মা নদীর মাঝি
রাইফেল রোটি আওরাত
জননী
2208. 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
2209. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?
জোছনা ও জননীর গল্প
হাঙর নদী গ্রেনেড
শেষের কবিতা
স্টপ জেনোসাইড
2210. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
পায়ের আওয়াজ পাওয়া যায়
রাইফেল রোটি আওরাত
আগুনের পরশমণি
জীবন আমার বোন
2211. 'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
সেলিনা হোসেন
শাহীন আখতার
আনোয়ার পাশা
রশীদ করিম
2212. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
নেকড়ে অরণ্য
চিলেকোঠার সেপাই
কাঁটাতারে প্রজাপতি
আরেক ফাল্গুন
2213. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
জননী
দেয়াল
ঘরে-বাইরে
সংশপ্তক
2214. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ফেরারী সূর্য
নীল দংশন
দেয়াল
যে অরণ্যে আলো নেই
2215. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
সুবচন নির্বাসনে
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
রক্তাক্ত প্রান্তর
2216. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন-
হুমায়ূন আহমেদ
হুমায়ুন আজাদ
সৈয়দ শামসুল হক
আনিসুল হক
2217. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসি
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
প্রদোষে প্রাকৃতজন
কান্নাপর্ব
2218. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
নিষিদ্ধ লোবান
পায়ের আওয়াজ পাওয়া যায়
শেষের কবিতা
আরেক ফাল্গুন
2219. 'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
শামসুল হুদা চৌধুরী
আব্দুল মোমেন
আব্দুল গাফফার চৌধুরী
অ্যান্থনী মাসকারেনহাস
2220. 'একাত্তরের বর্ণমালা' কার লেখা?
জাহানারা ইমাম
রাবেয়া খাতুন
শওকত ওসমান
এম আর আখতার মুকুল