Bangla MCQ
61. " ছাত্রটির মাথা ভালো" বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
দেহের অংশ
প্রান্ত
মেধা
নেতা
62. মধ্যযুগের শেষ কবি কে?
আব্দুল হাকিম
বড়ু চণ্ডীদাস
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
63. অন্যদিকে মন নেই যার' বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?
অনন্যমনা
অগত্যা
অন্যপেক্ষা
অনন্যোপায়
64. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্বিবিদ্যালয়?
কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী
শান্তিনিকেতন
65. মনের ভাব প্রকাশের প্রধান বাহন-
চিত্র
ভাষা
আচরণ
66. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম-
পথের দাবী
পল্লী সমাজ
শ্রীকান্ত
গোরা
67. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
দাঁড়ি
কোলন
সেমিকোলন
ড্যাস
68. 'নেজারত' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
চীনা
ইংরেজি
69. বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
বনস + পতি
বনঃ + পতি
বন + পতি
বনো + পতি
70. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-
আশুতোষ ভট্টাচার্য
আশরাফ সিদ্দিকী
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
71. সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি-
রম্য রচনা
কবিতা
আত্মজীবনী
ভ্রমণ কাহিনী
72. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
বঙ্গবাণী
অন্নদামঙ্গল কাব্য
73. দেশে বিদেশে গ্রন্থের রচয়িতা কে?
জসিম উদদীন
বেগম সুফিয়া কামাল
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ শামসুল হক
74. অর্থানুসারে শব্দ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
75. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা-এর প্রণেতা কে?
কাজী আবদুল ওদুদ
হরিচরণ বন্দোপাধ্যায়
রাজ শেখর বসু
সুবল চন্দ্র মিত্র
76. Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
নিত্যক্রম
অনুপাত
ভগ্নাংশ
সারি
77. অনুসর্গের আর কী নাম রয়েছে?
শব্দ সংক্ষেপ
কর্মপ্রবচনীয় অব্যয়
পদাশ্রিত অব্যয়
বিরক্তি
78. 'জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন-
সেলিনা হোসেন
হুমায়ূন আহমেদ
রশীদ হায়দার
মাহমুদুল হক
79. তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
80. যুগ সন্ধিক্ষণের কবি কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর