Bangla MCQ
41. একই সময়ে এর সঠিক বাক্য সংকোচন হলো-
সমকালীন
যুগপৎ
অনতিদূর
অদূর
42. স্বাধীনতা শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
সমাসের মাধ্যমে
সন্ধির মাধ্যমে
প্রর্তয়যোগে
উপসর্গযোগে
43. বাগবিধি কি?
প্রবচন
প্রবাদ
সমর্থক শব্দ
বাগধারা
44. কোন কাব্যের জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
বিদ্রোহী
বিষের বাশি
আনন্দময়ীর আগমনে
চক্রবাক
45. যদি তারে নাই চিনি গো,সে কি আমায় নেবে চিনে। এটি-
যৌগিক বাক্য
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
46. তোমাকে হাটতে হবে। কোন বাচ্যের উদাহরণ?
কর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্মবাচ্য
কোনটি নয়
47. বাংলা আড় উপসর্গটি ব্যবহৃত হয়-
বড় অর্থে
নিন্দা অর্থে
উত্তম অর্থে
বক্র অর্থে
48. Stop Genocide (স্টপ জেনোসাইড) চলচিত্রটি নির্মাণ করেন-
চাষী নজরুল ইসলাম
খান আতাউর রহমান
জহির রায়হান
তারেক মাসুদ
49. আমার দেখা নয়াচীন' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কোন সনে?
২০২১
২০২০
১৯৫৪
১৯৫২
50. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটির কবি-
হাসান হাফিজুর রহমান
আব্দুল গফফার চৌধুরী
আব্দুল গণি হাজারী
শামসুর রাহমান
51. 'সে গত মাসেও কাজে যোগদান করেনি' কোন কালের উদাহরণ?
সাধারন অতীত
সাধারণ বর্তমান
নিত্যবৃত্ত অতীত
নিত্যবৃত্ত বর্তমান
52. 'ঔ' বর্ণের উচ্চারণ কোনটি?
ওই
অই
আউ
ওউ
53. কোনটি শুদ্ধ বানান?
মহীয়সী
মহিয়সি
মহীয়সি
মহিয়সী
54. 'ঝিনুক' শব্দের অর্থ-
উপল
সলিল
শৈল
শুক্তি
55. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
56. 'মজলুম আদিব' কোন কবির ছদ্মনাম?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
সিকদার আমিনুল হক
শামসুর রাহমান
57. বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা-
আজাদ
সংবাদ প্রভাকর
বঙ্গদর্শন
মোসলেম ভারত
58. 'আকাদামি' কোন ভাষার শব্দ?
ফারসি
ফরাসি
ইংরেজি
গ্রিক
59. 'মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
হিন্দি
60. যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। বাক্যে বাঘের শব্দটি-
অধিকরণে ৫মী
অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী