Image
Bangla MCQ
5121. 'শাক-সবজি' শব্দটি কোন দুইয়ের মিলন? {সোনালী ও জনতা ব্যাংক অফিসার (আইটি): ১৯/ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার: ১৮)
তৎসম + ফারসি
তদ্ভব + ফারসি
দেশি+ আরবি
পর্তুগিজ + আরবি
5122. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ? বিসিএস 45
প্রশ্নবাচক
বিশেষণ
অব্যয়
সর্বনাম
5123. 'শন শন' কি ধরনের দ্বিরুক্ত শব্দ? সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিত প্রতিষ্ঠানের অফিসার। ২৩
শব্দের দ্বিরুক্তি
অনুকার দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
কোনোটিই নয়
5124. 'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে- [বাতিলকৃত ২৪তম বিসিএস]
ফারসি ও ইংরেজি শব্দে
ফারসি ও ফরাসি শব্দে
ফরাসি ও ইংরেজি শব্দে
ফারসি ও হিন্দি শব্দে
5125. 'ডাক্তার বাবু' কোন শ্রেণির শব্দ?[ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা/06]
মিশ্র
অর্ধ-তৎসম
তদ্ভব
দেশি
5126. 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর। ২০
নির্দেশ অর্থে
বিস্ময় প্রকাশে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
5127. 'খ্রিষ্টাব্দ' হচ্ছে- (SESIP গবেষণা ইকর্তা: ১৫)
তৎসম
অর্ধ-তৎসম শব্দ
মিশ্র
বিদেশি শব্দ
5128. নিচের কোনটি মিশ্র শব্দ নয়? (৯ম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৩)
বেতার
হেড-মাস্টার
হাট-বাজার
শাক-সবজি
5129. নিচের কোনটি বিদেশি শব্দ? (স্টান্ডার্ড ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১২)
মেকি
চাটাই
বাখারি
ওজন
5130. 'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? [২৬তম বিসিএস ]
বাংলা+ফারসি
ফারসি+আরবি
সংস্কৃত-ফারসি
সংস্কৃত+আরবি
5131. 'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত (৩৬৪ম বিসিএস)
ইংরেজি+ফারসি
তুর্কি+আরবি
ইংরেজি+আরবি
ইংরেজি+পর্তুগিজ
5132. মা শিশুকে খাওয়ান। এটি কোন ক্রিয়া? প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩
সরল ক্রিয়া
মিশ্র ক্রিয়া
নাম ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
5133. কোনটি আত্মবাচক সর্বনাম? ক্ষুন্ন কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক। ২৩
খোদ
নিজে নিজে
এই
কে
5134. 'হাট-বাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? [বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহ, পরিচালক:০৫]
আরবি ও ফরাসি
আরবি ও বাংলা
বাংলা ও ফারসি
বাংলা ও পর্তুগিজ
5135. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কী বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
সকর্মক ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
5136. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩
শর্ত
ভূত
ভাবী
সবগুলো
5137. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন কোন ভাষা থেকে এসেছে? [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩]
আরবি ও পর্তুগিজ
আরবি ও ফারসি
ফারসি ও ফরাসি
তুর্কি ও পর্তুগিজ
5138. 'তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'- এখানে 'তাই' অব্যয়টি- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। ২৩
সংযোজক অব্যয়
সংকোচক অব্যয়
বিয়োজক অব্যয়
সমুচ্চয়ী অব্যয়
5139. 'কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল'- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের? (সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩
অনন্বয়ী অব্যয়
অনুসর্গ তৈরী
ক্রিয়াবাচক বিশেষণ
বিশেষণ বাচকতা
5140. যোজক কাকে যুক্ত করে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩
পদ
বাক্য
বর্গ
সবগুলো