Image
Bangla MCQ
5161. 'এখন গোল্লায় যাও'- এটি কোন ক্রিয়ার উদাহরণ? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২/ সমন্বিত চার ব্যাংকের অফিসার। ১৯
মিশ্র ক্রিয়া
নামধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
ণিজন্ত ক্রিয়া
5162. কোনটি বিদেশি শব্দ নয়? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা: ১২)
বাবুর্চি
ঢেঁকি
আনারস
দাদা
5163. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন কোন ভাষা থেকে এসেছে? (পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩)
আরবি ও পর্তুগিজ
আরবি ও ফারসি
ফারসি ও ফরাসি
তুর্কি ও পর্তুগিজ
5164. 'ছি। ছি। তুমি এত খারাপ।' এখানে 'ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে? উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২১/ বাংলাদেশ ব্যাংকের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। ২০
ভাবের গভীরতা
অনুভূতি ভাব
পৌনঃপুনিকতা
ভাবের ধারাবাহিকতা
5165. 'মরি। মরি। কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? (১৬তম শিক্ষক নিবন্ধন। ১৯
যন্ত্রণা
উচ্ছ্বাস
সম্মতি
বিরক্তি
5166. গ্রিক শব্দ কোনটি? (২৭তম বিসিএস)
তুফান
কুশন
লুঙ্গি
দাম
5167. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি'- এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ? (সিজিডিএফ এর অডিটর। ১৯
প্রযোজক ক্রিয়া
সমধাতুজ কর্ম
অনুক্ত কর্ম
যৌগিক ক্রিয়া
5168. 'সিডর' কোন ভাষার শব্দ? [সোনালী ব্যাংক লি. অফিসার:১৪]
সিংহলি
বাংলা
উর্দু
ফারসি
5169. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি'- এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া? (বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১
সমাপিকা
প্রযোজক
দ্বিকর্মক
অসমাপিকা
5170. . 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? ৪৫তম ও ৩৯তম বিসিএস
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
5171. 'সাইরেন বেজে উঠলো' বাক্যটিতে 'বেজে উঠলো' কী ধরনের ক্রিয়াপদ?/পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী। ১৮
মিশ্র
সমধাতুজ
যৌগিক
প্রযোজক
5172. 'তুমি এত নীচ' বাক্যটিতে প্রকাশ পেয়েছে- (রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট)। ২০
ঘৃণা
অবজ্ঞা
বিরক্তি
লজ্জা
5173. 'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২১
নানী
চাঁদ
নাতি
দেখাচ্ছে
5174. 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে'-এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯
অসমাপিকা
প্রযোজক
সমাপিকা
দ্বিকর্মক
5175. একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ১৯
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
ক্রিয়া
5176. যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো-অপানি ব্যাংকের অফিসার। ১৯ا
ধীরে চলা
কথা বলা
হেসে ওঠা
চুপ করা
5177. 'আমি', 'আমরা' এগুলো কোন সর্বনাম পদ? প্রাথমিক সহকারী সহকারী শিক্ষক। ১৯
অস্তিবাচক
সাকুল্যবাচক
ব্যক্তিবাচক
ব্যতিহারিক
5178. 'এ বয়সে তবু নতুন কিছু তো করো'- এখানে 'তবু' হচ্ছে- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক। ১৯
বিশেষ্য
অব্যয়
সর্বনাম
বিশেষণ
5179. নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়? (রূপালি ব্যাংকের অফিসার। ১৯)
আত্মবাচক
পূরণবাচক
ব্যতিহারিক
সাপেক্ষবাচক
5180. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? বন অধিদপ্তরের অফিস সহায়ক। ২৩/ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের সহকারী পরিচালক: ২০
মাথা ঝিম ঝিম করছে
শিশুটি কাঁদে
মা শিশুটিকে হাসান
তোমার পরিশ্রমের ফল ফলেছে