Image
Bangla MCQ
5181. 'চকলেট' কোন দেশের ভাষার শব্দ? [ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১]
অস্ট্রেলিয়া
জার্মানি
ইটালি
মেক্সিকো
5182. 'পুলিশ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?। পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১৩
ওলন্দাজ
ইংরেজি
ফারসি
পর্তুগিজ
5183. 'চানাচুর' শব্দটি কোন ভাষা হতে এসেছে? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/ সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০৮]
হিন্দি
আরবি
উর্দু
চীনা
5184. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? (২৬৬ম বিসিএস / জনতা ব্যাংকের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার/১৯)
আইন
এজেন্ট
দাখিল
মুচলেকা
5185. 'পানি' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১২/ ঢাকা বিশ্ববিদ্যালয় (৪-ইউনিট)- ০৩-০৪)
ফারসি
আরবি
সংস্কৃত
হিন্দি
5186. 'এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?' বাক্যের 'এতক্ষণ গাছের ছায়ায় বসা' অংশটি-জনতা ব্যাংক লি.আসিস্টান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫
সর্বনাম স্থানীয়
ক্রিয়া স্থানীয়
বিশেষ্য স্থানীয়
বিশেষণ স্থানীয়
5187. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? জেলা দুর্নীতি দমন অফিসার। ১৪
সে চট্টগ্রাম গিয়েছে
সে পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে
সে খুব আরামে ঘুম ঘুমিয়েছে
সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
5188. চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? (সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১/মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০)
বাংলা
পর্তুগিজ
ফারসি
চৈনিক
5189. 'সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়'- 'উঠলে' কোন ক্রিয়াপদ? মাউশি'র হিসাব সহকারী। ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯
সমাপিকা
প্রযোজ্য
অসমাপিকা
প্রযোজক
5190. 'এলাচি' কোন ভাষার শব্দ? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬]
আরবি
চীনা
হিন্দি
ফরাসি
5191. তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে 'অথচ' কি অর্থে ব্যবহৃত হয়েছে? সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। ১৮
সংযোজক
সংকোচক
অনন্বয়ী
বিয়োজক
5192. 'গাং' শব্দটি- (শ্রম অধিদপ্তরে সহকারী পরিচালক: ০৩)
হিন্দি
তুর্কি
কোরিয়ান
জাপানি
5193. 'হরতন' কোন ভাষার শব্দ? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। ১২/ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা/ ১০]
ওলন্দাজ
জাপানি
ইংরেজি
হিন্দি
5194. 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' এখানে 'যেন'- নিরাপদ খাদ্য অধিদপ্তর। ১৯/ সোনালী ব্যাংক লিমিটেড অফিসার। ১৮
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
5195. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে- [১২তম বিসিএস]
চাকু, চাকর
চা, চিনি
খদ্দর, হরতাল
রিক্সা, রেস্তোরাঁ
5196. 'রুইতন' শব্দটি কোন ভাষা থেকে আগত? (এলজিইডিতে সহকারী প্রকৌশলী: ০৫)
ইংরেজি
তুর্কি
চৈনিক
ওলন্দাজ
5197. কোনটি ইংরেজি শব্দ?(৩২তম বিসিএস)
পিস্তল
কমা
ম্যাজেন্টা
আলমারি
5198. 'ছেলেটি এমন আঁকাই এঁকেছে।' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৮
মুখ্যকর্ম
প্রযোজক কর্ম
ধাতুর্থক কর্ম
গৌণকর্ম
5199. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। ১৮
স্বয়ং
কিছু
তাবৎ
যে
5200. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? (পিএসসি'র আজুনিয়র ইন্সট্রাক্টর। ২৩/স্বাস্থ্য অধিদপ্তরের টেকনোলজিষ্ট্য। ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক। ২২/ মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক। ০৩)
জার্মান
পর্তুগিজ
জাপানি
সংস্কৃত