Image
Bangla MCQ
5261. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে?/সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী। ১৯
দেশ
বন্দর
সুন্দর
ব্যথা
5262. 'তাজা মাছ' কোন বিশেষণ? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২)
অবস্থাবাচক
অংশবাচক
গুণবাচক
রূপবাচক
5263. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? রেলওয়ের গার্ড। ২২/ পেট্রোবাংলার হিসাব সহকারী। ১৯
ধীরে চল
মেটে কলসি
সে পূণ্যবান
ঘোড়া খুব দ্রুত চলে
5264. 'মেঘলা' কি ধরনের শব্দ? প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯।
বিশেষ্য
ক্রিয়া বিশেষণ
বিশেষণ
বিশেষ্যের বিশেষণ
5265. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।'- এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী। ২১/
বিশেষণ
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
5266. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ? সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১]
গুণবাচক
রূপবাচক
অবস্থাবাচক
উপাদানবাচক
5267. 'মন' শব্দের বিশেষণ- গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২/ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১
মানস
মানুষ
মানসিক
মনন
5268. 'সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে।' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
বিশেষ্য
বিশেষণের বিশেষণ
সর্বনাম
বিশেষণ
5269. তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হলো- পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর। ১৯)
বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
অব্যয়
5270. কোন শব্দটি ফরাসি? (পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার কর্মকর্তা/ ৯৫)
চিনি
রিক্সা
রেস্তোরাঁ
হরতন
5271. 'অর্ধেক সম্পত্তি'- এখানে 'অর্ধেক' কোন পদ? (বাংলাদেশ সের কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২০
বিশেষণ
বিশেষ্য
নামবাচক বিশেষ্য
সর্বনাম
5272. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি? বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাইভার।২০/
অলসতা
আলসেমী
আলস্য
আলসে
5273. 'বুনো' শব্দটির পদ কি? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২১
বিশেষ্য
কোনটিই নয়
বিশেষণ
অব্যয়
5274. 'লবণ' শব্দের বিশেষণ- বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার: ২১/ সেসিপ এর সহকারী পরিদর্শক: ১৯/
লবণীয়
লাবণ্য
লবনাক্ত
লবণাক্ত
5275. 'পুণ্যে মতি হোক' বাক্যে 'পূণ্যে' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বাংলাদেশ ব্যাংক অফিসার। ১৫
বিশেষ্য
সর্বনাম
বিশেষণের বিশেষণ
বিশেষণ
5276. "সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?/১৫তম প্রভাষক নিবন্ধন (কলেজ): ১৯)
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
সর্বনাম
5277. রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ? নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর: ২৩/সমন্বিত নাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/
ওলন্দাজ
জাপানি
ফরাসি
ইংরেজ
5278. চাউল, চিনি, পানি এগুলো কী-বাচক বিশেষ্য? প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
জাতিবাচক
ব্যক্তিবাচক
বস্তুবাচক
সমষ্টিবাচক
5279. কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরূপ ব্যবহৃত হয়েছে? (সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। ০৯)
গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত
ভালো বাড়ি পাওয়া কঠিন
মন্দ কথা বলতে নেই
শীতকালে কুয়াশা পড়ে
5280. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী? পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যানডেন্টন্ট। ২০/
বুদ্ধি
বুদ্ধিজীবী
বোদ্ধা