Image
Bangla MCQ
5241. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি? (সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২)
একাধিক
একক
বহু
একতা
5242. 'জন্ম' শব্দের বিশেষণ- বেসামরিক বিমানের নিরাপরা অপারেটর। ২১/
জীবন
জাতি
জাত
বংশ
5243. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ। ২১/
চৌকস লোক
ভাজা মাছ
নীল আকাশ
কালো মেঘ
5244. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ? (তিটিআরসি'র কন্ডাক্টর-ডি: ২২/
রূপবাচক
অবস্থাবাচক
গুণবাচক
ভাববাচক
5245. 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' হলো- প্রাগনিক সহকারী শিক্ষক। ১৯/পাসপের ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক। ০৩
বিয়োজক অব্যয়
বিস্ময়াদিসূচক অব্যয়
সংযোজক অব্যয়
সংকোচক অব্যয়
5246. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২
সৌন্দর্য-সুন্দর
পরমাণু-পারমাণবিক
সংবাদ- সাংবাদিক
আকুলতা-আকুতি
5247. চালাকের বিশেষ্য পদ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/
চাতুর্য
চালাকি
চাতুরি
চতুর
5248. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্রাতের অদিন সহকারী। ২১।
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
5249. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
অভিধান
অভিধানিক
অভিধানি
আভিধানিক
5250. 'প্রস্তুত' কোন পদ? রেলওয়ের পয়েন্টসম্যান: ২২/
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
সর্বনাম
5251. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১/
তিনি এখানে এসেছিলেন
একটু ঘরে আসুন না
গতকাল তিনি এসেছেন
ছেলেটি দ্রুত দৌড়ায়
5252. গলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে কোন ধরনের অব্যয়?/বাংলাদেশ কমার্স ব্যাংক লি. অফিসার ০০
সংযোজক
পদান্বয়ী
বিয়োজক
সংকোচক
5253. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? রাজউকের ইসরয় পরিদর্শক। ২২/
পৃথ্বী
ধরণী
পার্থিব
বসুধা
5254. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ?। প্রাথমিক সহকারী শিক্ষক: ২১
বিশেষ্যের বিশেষণ
নাম বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষণের বিশেষণ
5255. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ? (সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী। ২২/
বিশেষণ
ক্রিয়া বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
5256. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী। ২১/
দ্বিষ্ট
দ্বেষী
বিদ্বেষ
দিষ্ট
5257. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি? (ফায়ার সার্ভিসের স্টেশন ২২
সৌকুমার্য
সৌকূমার্য
সুকুমার্য
সোকৌমার্য
5258. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? এনএসআই এর ফিল্ড অফিসার। ২১/
বিশেষণ
অনুসর্গ
অব্যয়
ক্রিয়াবিশেষণ
5259. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ২২
শ্যামালিকা
শ্যামলী
শ্যাম
শ্যামালিমা
5260. 'এবং' কোন পদ? /ডাক বিভাগের পোস্টাল অপারেটর (পূর্বাঞ্চল)। ১৬
সর্বনাম
অব্যয়
বিশেষণ
বিশেষ্য