Image
Bangla MCQ
5281. 'আপন ভালো সবাই চায়' এখানে 'ভালো' কোন পদ? (বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৫।
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
সর্বনাম
5282. 'কোর্মা' শব্দটি কোন ভাষা থেকে আগত? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার। ১৬/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বি, সিনিয়র অফিসার: ১৪)
আরবি
পর্তুগিজ
তুর্কি
হিন্দি
5283. নিচের কোনটি বিশেষ্য পদ? (৩৬তম বিসিএস)
জাত
গাম্ভীর্য
গৈরিক
উদ্ধত
5284. 'বারান্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত? (৯ম বেসরকারী শিক্ষত নিবন্ধন। ১৩/ আইসিবি ব্যাংক লি. অফিসার/১১)
পর্তুগিজ
ওলন্দাজ
ইংরেজি
তুর্কি
5285. 'আলপিন' কোন ভাষার শব্দ? (দুদকের কনস্টেবল/২২/ সাব- রেজিস্ট্রার/ ১২)
গুজরাটি
তুর্কি
পর্তুগিজ
ওলন্দাজ
5286. 'উজবুক' শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
ফারসি
পর্তুগিজ
তুর্কি
আরবি
5287. 'চকমক' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সুপারভাইজার। ১৭/ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার/০৬
চীনা
উর্দু
হিন্দি
তুর্কি
5288. 'বন্দুক-বারুদ' শব্দ দুটি-বাংলাদেশ ব্যাংক (ক্যাশ অফিসার): ১৬/
আরবি
তুর্কি
ফারসি
হিন্দি
5289. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ? (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক/১৫)
আরবি
তুর্কি
ফারসি
উর্দু
5290. 'দারোগা' শব্দটি কোন ভাষা থেকে আগত? স্থ[লবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার/২২/সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক/২১]
তুর্কি
আরবি
ফারসি
হিন্দি
5291. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?/সিএজি এর অডিটর। ২১৪
লবণাক্ত
লবণীয়
নুন
লাবণ্য
5292. চাতুর্য' শব্দের বিশেষণ কোনটি? বাংলাদেশ রেলওয়ের খালাসী। ২২/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৮/
চতুরতা
চৈতন্য
চতুরালি
চতুর
5293. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে? বাংলাদেশ ব্যাক (ক্যাশ): ১৬
দেশ
বন্দর
ব্যথা
সুন্দর
5294. নিচের কোন বাক্যে 'ভালো' বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে? সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৭)
অয়ন ভালো দৌড়াতে পারে
ভালো লোক সবার প্রিয়
ভালো মানুষ কমই দেখা যায়
নিজের ভালো কে না চায়
5295. 'কাঁচি' কোন ধরনের শব্দ? (বাতিলকৃত ২৪তম বিসিএস)
ফারসি
হিন্দি
আরবি
তুর্কি
5296. নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত?। পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১৩)
ক্রোক
সাবান
পেরেক
পেয়ারা
5297. 'কুলি' শব্দটি কোন ভাষা হতে আগত? (প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক। ২৩/খানা শিক্ষা অফিসার: ০৪]
ফারসি
বাংলা
আরবি
তুর্কি
5298. কোন বাক্যে 'ভালো' বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে? উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০৭/
ভালোকে ভালো বলবো না তো কী?
এখানে কি ভালোটা তুমি দেখলে?
ভালোকে সবাই পছন্দ করে
আপন ভালো সবাই চায়
5299. 'মন্দকে মন্দ বলতেই হবে।' এই বাক্যে দুই 'মন্দ' নিচের কোনটি?/গস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী: ১০/ স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী। ০৪
বিশেষ্য
প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
বিশেষণ
5300. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (৩৮/৪২তম বিসিএস)
তুর্কি
উর্দু
আরবি
ফারসি