Image
Bangla Questions
5561. ক্রীতদাসের হাসি কার রচনা?
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
5562. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়- ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২ / তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭)
সাধু ও চলিত ভাষার মিশ্রণ
সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
বিদেশি ও দেশি ভাষার মিশ্রণ
বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
5563. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? (৯ম প্রভাষক নিবন্ধন: ১৩]
তার বাহিরে যাবার সময় হয়েছে
সে স্কুলে যাবে
তার বিবাহ হয় নাই
তাহারা রওয়ানা হলো
5564. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
5565. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
5566. বাক্যের মৌলিক উপাদান কোনটি? [দুদকের কোট পরিদর্শক: ২২ / বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২/ সওজের কার্য সহকারী: ২২]
ভাষা
শব্দ
বর্ণ
ধ্বনি
5567. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
5568. ভাষার মূল উপকরণ কী? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ / বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ / বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / ১১তম প্রভাষক নিবন্ধন: ১৪]
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
5569. কোনটি বাক্যের বাহন? (সহকার পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২]
শব্দ
আশ্রিত খণ্ডবাক্য
ধ্বনি
পদ
5570. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়? ৩৮তম/৩৫তম বিসিএস)
যোগ্যতা
আসত্তি
আসক্তি
আকাঙ্ক্ষা
5571. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
5572. যা চেটে খাওয়ার যোগ্য-
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
5573. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩
অর্থের
পদের
বাক্যের
শব্দের
5574. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক লি. অফিসার: ০৮]
২টি
৫টি
৪টি
৩টি
5575. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে? (পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
আসত্তি
আসক্তি
যোগ্যতা
আকাঙ্ক্ষা
5576. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩/ সওজের কার্য সহকারী: ২২/ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২/ গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসার: ১৩/
5577. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি? [১৮-তম বিসিএস)
উক্তি
শব্দ
উপসর্গ
বিভক্তি
5578. 'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটিতে কোন দোষ আছে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১]
বাগধারার দোষ
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
5579. বাক্যের তিনটি গুণ কী কী? [২৯তম বিসিএস)
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
5580. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? (১০তম বিসিএস)
শবপোড়া
শবমড়া
শবদাহ
মড়াদেহ