Image
Bangla Questions
5621. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
কৃষ্ণকান্তের উইল
দুর্গেশনন্দিনী
মৃণালিনী
বিষবৃক্ষ
5622. গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
চাটুকার
অপদার্থ
মূর্খ
নির্বোধ
5623. ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
সাহায্যকারী
তোষামুদে
বাদক
স্বাস্থ্যহীন লোক
5624. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
কবর
বহিপীর
পায়ের আওয়াজ পাওয়া যায়
ওরা কদম আলী
5625. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
দীনেশচন্দ্র সেন
গোপাল হালদার
আহমদ শরীফ
সুকুমার সেন
5626. গোয়ার গোবিন্দ' অর্থ কি?
নিত্তান্ত অলস
চাটুকার
নির্বোধ
নির্বোধ অথবা হটকারী
5627. ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খেয়া
সোনার তরী
কল্পনা
মানসী
5628. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী?
হতভাগ্য
সুসময়ের বন্ধু
শরতের শোভা
শরতের শিউলি ফুল
5629. বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
কাল্পনিক কাহিনী
অজানা থাকা
অপদার্থ
দেখতে সাধু হলেও ভণ্ড
5630. ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
একাদশে বৃহস্পতি
অন্ধকার
কেউকেটা
অদৃষ্টের পরিহাস
5631. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
কালো বরফ
খেলাঘর
অনুর পাঠশালা
জীবন আমার বোন
5632. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
যাতে প্রচুর ফল লাভ হয়
বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
5633. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন?
সবুজপত্র
ধূমকেতু
কল্লোল
শনিবারের চিঠি
5634. নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
কুটিল
একগুয়ে
দলপতি
সামান্য
5635. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
5636. ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
বসন্তের কোকিল
সুখের পায়রা
খোদার খাসি
যক্ষের ধন
5637. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি –
মহাকাব্য
ইতিহাস গ্রন্থ
উপন্যাস
ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
5638. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
এলাহি কাণ্ড
চাঁদের হাট
একাদশে বৃহস্পতি
মণিকাঞ্চন যোগ
5639. ‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’-কার রচিত পঙ ক্তি-
রজনীকান্ত সেন
ইসমাইল হোসেন সিরাজী
কামিনী রায়
দ্বিজেন্দ্রলাল রায়
5640. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
নষ্টনীড়
নামঞ্জুর
রবিবার
ল্যাবরেটরি