Bangla MCQ
841. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
842. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল বেগম
রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন
843. 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতার নাম-
সুফিয়া কামাল
রাজিয়া বেগম
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
844. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
845. বাংলা স্বরধ্বনি কয়টি?
৯টি
৭টি
১১টি
৫টি
846. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
হুতোম প্যাঁচা
অবধৃত
বীরবল
টেকচাঁদ ঠাকুর
847. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়?
মানসী
সোনার তরী
চোখের বালি
গীতাঞ্জলি
848. কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল-
১৮৬১
১৮৯৯
১৯১৩
১৯৪৩
849. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
আলাওল
মালাধর বসু
নরোত্তম দাস
850. পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা-
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
851. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
বাগার্থতত্ত্ব
852. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
853. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
854. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
নিষিদ্ধ লোবান
নেকড়ে অরণ্য
রাত্রিশেষ
বন্দী শিবির থেকে
855. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ?
রবি
শশী
পবন
বসুধা
856. বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে-
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
857. কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না-
আকাঙ্ক্ষা
আসক্তি
যোগ্যতা
আসত্তি
858. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকোষ
বৌদ্ধ গান ও দোহা
চর্যাপদ
859. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১০টি
১১টি
860. 'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারীচাঁদ মিত্র
বিহারীলাল চক্রবর্তী