Bangla MCQ
1601. "খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে / বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।" পঙক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
1602. "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া ডাকাইতে গেলে দুঃখ পাইতে হবে।" উক্তিটি কোনটির অন্তর্গত?
বৈকালী
হৈমন্তী
বিলাসী
সৌদামিনী মালো
1603. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম?
শাস্তি
মেঘ ও রৌদ্র
জীবিত ও মৃত
মধ্যবর্তিনী
1604. "বৈরাগ্য সাধনে ...সে আমার নয়।" শূন্যস্থান পূরণ করুন।
আনন্দ
বিশ্বাস
মুক্তি
আশ্বাস
1605. "আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।" এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
1606. এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে" এই উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
1607. "কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল” উদ্ধৃতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে?
শেষের কথা
করুণা
কাবুলিওয়ালা
হৈমন্তী
1608. "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" বলেছেন-
কাজী নজরুল ইসলাম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
1609. "মরিতে চাহিনা আমি সুন্দর বাঁচিবারে চাই।" চরণ দুটি ভুবনে, মানবের মাঝে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
সোনার তরী
প্রাণ
নূতন
পুরাতন
1610. "শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
একরাত্রি
শুভা
সমাপ্তি
পোস্টমাস্টার
1611. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা" এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
1612. "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা" পঙ্ক্তিটির লেখক কে?
দীনবন্ধু মিত্র
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
1613. "ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী / আমারি সোনার ধানে গিয়েছে ভরি।" এটি কোন কবির কোন কবিতার অংশ?
কবি রবীন্দ্রনাথ ঠাকুর: সোনার তরী
কবি কাজী নজরুল ইসলাম: সর্বহারা
কবিকাজী নজরুল ইসলাম: বিদ্রোহী
কবি জসীমউদ্দীন: কবর
1614. 'নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি' উদ্ধৃতাংশের লেখক-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সুফিয়া কামাল
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
1615. "কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
সুকুমার রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
1616. "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" কার উক্তি?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মীর মশাররফ হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
1617. "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর" এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রজনীকান্ত সেন
অতুলপ্রসাদ সেন
1618. "হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে- এই ভারতের মহামানবের সাগরতীরে।" চরণগুলো কার রচিত?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
সত্যেন্দ্রনাথ দত্ত
1619. "আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে" পঙ্ক্তিটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
মোজাম্মেল হক
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
1620. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" উক্তিটি কোন গল্প লেখকের?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর