Bangla MCQ
1581. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?
শিক্ষাতত্ত্ব
শিক্ষার বুনিয়াদ
শিক্ষার রূপরেখা
শিক্ষার হেরফের
1582. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
রক্তকরবী
ডাকঘর
পুনশ্চ
চিত্রাঙ্গদা
1583. 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত...
কাব্যনাটক
উপন্যাস
আত্মজীবনী
ছোটগল্প
1584. T.S. Eliot এর 'The Journey of the Magi' কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রূপ হলো-
পুনশ্চ
বাশী
তীর্থযাত্রী
জীবনদেবতা
1585. 'ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু' গানটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
হাছন রাজা
লালন শাহ
1586. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
জামাই বারিক
গহিতে বিপরীত
বিবাহ-বিভ্রাট
বৈকুণ্ঠের খাতা
1587. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি?
তাসের দেশ
রক্তকরবী
চণ্ডালিকা
ডাকঘর
1588. 'পোস্টমাস্টার' ছোট গল্পের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিহারীলাল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
1589. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন-
১৯৩৮ সালে
১৯৪২ সালে
১৯৪১ সালে
১৯৪০ সালে
1590. 'ডাকঘর' কোন ধরনের রচনা?
নাটক
কবিতা
উপন্যাস
প্রবন্ধ
1591. 'একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু' পঙ্ক্তিটির রচয়িতা কে?
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাস
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
1592. 'চোখের বালি' উপন্যাসটি লিখেছেন কে?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়খ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সেলিনা হোসেন
1593. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
২২শে শ্রাবণ
২৪শে শ্রাবণ
২৩শে শ্রাবণ
২৫শে শ্রাবণ
1594. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
৫৭
৬১
৫৫
৫২
1595. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। / সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে / সকালবেলায় সলতে পাকানো"- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
যোগাযোগ
চোখের বালি
শেষের কবিতা
1596. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি?
আদুরে
জননী
আমাদের ছোট নদী
কবর
1597. "আমরা আরম্ভ করি, শেষ করি না: আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না" এ উক্তিটি করেছেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ বরকতউল্লাহ
রাজা রামমোহন রায়
1598. যোগাযোগ' উপন্যাসের রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বনফুল
রবীন্দ্রনাথ ঠাকুর
1599. "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” এই পক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
সিকান্দার আবু জাফর
রবীন্দ্রনাথ ঠাকুর
1600. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি?
পুনশ্চ
বলাকা
ক্ষণিকা
সোনারতরী