Image
MCQ
5081. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
5082. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩
অর্থের
পদের
বাক্যের
শব্দের
5083. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক লি. অফিসার: ০৮]
২টি
৫টি
৪টি
৩টি
5084. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে? (পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
আসত্তি
আসক্তি
যোগ্যতা
আকাঙ্ক্ষা
5085. ক্রীতদাসের হাসি কার রচনা?
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
5086. ভাষার মূল উপকরণ কী? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ / বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ / বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / ১১তম প্রভাষক নিবন্ধন: ১৪]
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
5087. যা চেটে খাওয়ার যোগ্য-
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
5088. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
5089. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি? [১৮-তম বিসিএস)
উক্তি
শব্দ
উপসর্গ
বিভক্তি
5090. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
5091. কোনটি বাক্যের বাহন? (সহকার পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২]
শব্দ
আশ্রিত খণ্ডবাক্য
ধ্বনি
পদ
5092. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩/ সওজের কার্য সহকারী: ২২/ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২/ গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসার: ১৩/
5093. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
5094. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
5095. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
5096. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
5097. বাক্যের তিনটি গুণ কী কী? [২৯তম বিসিএস)
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
5098. বাক্যের মৌলিক উপাদান কোনটি? [দুদকের কোট পরিদর্শক: ২২ / বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২/ সওজের কার্য সহকারী: ২২]
ভাষা
শব্দ
বর্ণ
ধ্বনি
5099. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
5100. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪