MCQ
5101. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
5102. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
5103. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
তুরূপ, রুইতন
চাহিদা, শিখ
আনারস, আলপিন
বোস্টম, গিন্নী
5104. বাকি,নগদ,খাজনা শব্দগুলো কোন ভাষা থেকে আগত?
জাপানি
ফার্সি
আরবি
পর্তুগিজ
5105. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
বাংলা ও ফারসি
ইংরেজি ও তৎসম
ইংরেজি ও বাংলা
ফারসি ও আরবি
5106. ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
5107. আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ওলন্দাজ ভাষা হতে
দেশী ভাষা হতে
আরবী ভাষা হতে
পর্তুগিজ ভাষা হতে
5108. তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
পান-ব্যবসায়ী
পর্ণকার
তামসিক
বারুই
5109. 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
5110. হরতন’ কোন ভাষার শব্দ?
ইংরেজি
জাপানী
ওলন্দাজ
হিন্দী
5111. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি
ফরাসি
গ্রিক
স্পেনিশ
5112. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
অ
আ
ও
এ
5113. 'যদ্যপি' আমারা গুরু কার রচনা?
হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
5114. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
5115. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
5117. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
5118. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
5119. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
রাজা রামমোহন রায়
মানোএল দ্য আসসুম্পসাঁও
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
5120. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়