EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
901. রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি কে?
আলাওল
মুহম্মদ কবীর
শাহ মুহম্মদ সগীর
দৌলত উজীর বাহরাম খান
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান।
902. 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে আগত?
তৎসম
তদ্ভব
বিদেশি
দেশি
903. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
স্বাধীনতা পুরস্কার
একুশে পদক
বাংলা একাডেমির পদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতীয় কবি কাজী ইসলামকে বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে 'একুশে পদক' প্রদান করে। ভারত সরকার ১৯৬০ সালে কবিকে 'পদ্মভূষণ' পদকে ভূষিত করে।
904. বাংলাদেশের কোন নাগরিক সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন?
অধ্যাপক মঞ্জুরুল ইসলাম
ড. জাফর ইকবাল
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক আবু সাইদ
905. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' কোন কবির রচিত চরণ?
মাহবুব উল আলম চৌধুরী
নির্মলেন্দু গুণ
আবু জাফর ওবায়দুল্লাহ
রফিক আজাদ
906. নিচের কোনটি উপন্যাস নয়?
খোয়াবনামা
জননী
বলাকা
শেষের কবিতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর 'বলাকা' 'কাব্যগ্রন্থের গতিবাদের কথা ব্যক্ত রচয়িতা। এ কাব্যে তিনি করেছেন। তার রচিত আরও কয়েকটি কাব্য হলোঃ চিত্রা, মানসী, সোনার তরী।
907. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা-
চন্ডীদাস
দীন চন্ডীদাস
বড় চন্ডীদাস
দ্বিজ চন্ডীদাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য। বড় চন্ডীদাস এটির রচয়িতা। এ কাব্যে মোট ১৩টি খন্ড রয়েছে।
908. 'গাজী মিয়াঁ' কার ছন্দনাম?
মীর মশাররফ হোসেন
প্যারীচাঁদ মিত্র
কালীপ্রসন্ন সিংহ
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'গাজী মিয়াঁ' মীর মশাররফ হোসেনের ছদ্মনাম। তার আরেকটি ছদ্মনাম 'উদাসীন পথিক'। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম 'হুতোম প্যাঁচা'। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাক নাম মানিক।
910. ফেরারী সূর্য' উপন্যাসের রচয়িতা-
সেলিনা হোসেন
রিজিয়া খান
রাবেয়া খাতুন
ড. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাবেয়া খাতুন রচিত 'ফেরারী সূর্য' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, পোকা মাকড়ের ঘরবসতি, কাঁটাতারে প্রজাপতি। ড. নীলিমা ইব্রাহিমের উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ বিশ শতকের মেয়ে, এর পথ দুই বাঁক, বহ্নিবলয়। ড. রাজিয়া খানের উল্লেখযোগ্য উপন্যাস: বটতলার উপন্যাস, অনুকল্প, দৌপদী।
911. কবি শামসুর রাহমানের সময়কাল-
১৯২৯-২০০৫
১৯২৮-২০০৬
১৯২৯-২০০৬
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬) ঢাকায় জন্মগ্রহণ করেন। নরসিংদীর পাড়াতলি গ্রামে তার পৈতৃক নিবাস।
912. সর্বাধিক চর্যাপদ রচয়িতা-
লুইপা
কাহ্নপা
শবরপা
ভুসুকুপা
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন। চর্যাপদে ২৩ (মতান্তরে ২৪) জন কবির নাম পাওয়া যায়। এদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার অধিকারী কাহ্নপা। তিনি ১৩টি পদ রচনা করেন। দ্বিতীয় সর্বাধিক ৮টি পদ রচনা করেন ভুসুকুপা।
913. 'বিন্দু বিসর্গ' কোন শ্রেণির গ্রন্থ?
উপন্যাস
কাব্য
আত্মজীবনী
নাটক
914. 'পাখি' এর সমার্থক শব্দ কোনটি?
দ্বিজ
সরোজ
হেম
শাখী
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাখি এর সমার্থক শব্দ দ্বিজ। পাখি এর আরও কয়েকটি সমার্থক শব্দ হলোঃ পক্ষী, বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, শকুন্ত, খেচর, খগ। সরোজ এর সমার্থক শব্দ হলোঃ পদ্ম, পঙ্কজ, কমল উৎপল, অরবিন্দু, সরোবর। হেম এর সমার্থক শব্দ হলোঃ স্বর্ণ সোনা, কাঞ্চন, সুবর্ণ, হিরণ, হিরণ্য, কনক। শাখী এর সমার্থক শব্দ হলোঃ গাছ, বৃক্ষ, পাদপ, বিটপী, ক্রম, শিখরী।
915. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'সাঙ্গু' বাংলাদেশের সাগর বক্ষে অবস্থিত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৯৬ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রটির অবস্থান চট্টগ্রামের সলিমপুর থেকে ৫০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে।
916. 'শূন্যপুরাণ' কার রচনা?
রামাই পন্ডিত
বৃন্দাবন দাস
লোচন দাস
গোবিন্দ দাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'শূন্যপুরান' রামাই পন্ডিত রচিত গদ্যপদ্য মিশ্রিত একটি চম্পুকাব্য। এটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।
917. 'তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
অক্ষয়কুমার দত্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। প্রমথ চৌধুরী ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত পত্রিকা যথাক্রমে 'সবুজপত্র' ও 'বঙ্গদর্শন'।
918. কোন বইটি মুক্তিযুদ্ধভিত্তিক?
নাইন মান্থস টু ফ্রিডম
Millions of babies in pain
আমার কিছু কথা
সূচনা
919. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
১৯০৫
১৯১৩
১৯১৫
১৯০১
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এর জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
920. 'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির কবি-
হাসান হাফিজুর রহমান
নির্মলেন্দু গুণ
আহসান হাবীব
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির রচয়িতা আহসান হাবীব। এটি তার 'দু'হাতে দুই আদিম পাথর' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার রচতি উল্লেখযোগ্য কয়েকটি কাব্য হলোঃ রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো।