Image
MCQ
761. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
765. পানিকে granular media-এর মধ্য দিয়ে pass করাকে কী বলে?
Screening
Filtration
Flocculation
Sedimentation
766. Pitot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
767. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
768. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
769. 3% sulphur-যুক্ত কয়লা 1kg/sec হারে পোড়ানো হচ্ছে। বার্ষিক sulphur নিঃসরণ কত?
1.8 × 10^6 kg/year
1.8×10 kg/year
1.8 kg/year
180 kg/year
771. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
773. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়
779. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়