MCQ
801. একটি one-way slab-এর long এবং short span এর অনুপাত কত হয়?
< 1
1-1.5
1.5-2
> 2
802. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
803. পানিকে 0.314 m³/s হারে 43m উঁচুতে উঠাতে কত ক্ষমতার pump প্রয়োজন? (p = 9790 N/m²)
132 Watt
132 HP
132 kW
132000 kW
804. কুইক লাইম কোনটি?
CaO
CaCO,
Ca(HCO3)2
Al₂ (SO₂)
805. পানির Acidity কোনটির কারণে হয়?
HCO,
O
CO₂
OH
806. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
807. Los Angeles Machine দিয়ে কী পরিমাপ করা হয়?
Impact value
Attrition
Abrasion
Compressive strength
808. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
লুইজ গ্লিক
বব ডিলান
আবদুল রাজাক গুরনাহ
গুন্টার গ্রাস
809. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
810. Inertia force এবং surface tension-এর অনুপাতকে কী বলে?
Mach number
Reynolds number
Weber's number
Froude number
811. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
সংকর
টাংস্টেন
সিসা
তামা
812. পানি ফুটিয়ে কোন Hardness দূর করা যায়?
CaCl₂
CaSO
MgSO.
Ca(HCO3)2
813. Ca = 160 mg/L, Mg = 40 mg/L. Total hardness (as CaCO₂) কত?
200 mg/L
567 mg/L
400 mg/L
367 mg/L
814. Water content = 15%, Sp. gravity = 2.5, void ratio = 0.5, Degree of Saturation = ?
50%
75%
60%
৪০%
815. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
বিমান ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
816. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
5ppb
50ppb
10ppb
20pph
817. একটি 5 day BOD test DO 2.5 mg/L হ্রাস পেল। Sample যদি 100 গুণ dilution করা হয়ে থাকে, তাহলে BOD₃ = ?
50 mg/L
100 mg/L
150 mg/L
250 mg/L
818. একটি Soil নমুনার Voids Volume = Solids Volume হলে Porosity কত?
0
1.0
0.5
2.0
819. Coulomb failure envelope সমতলের সাথে যে কোণ তৈরি করে, তাকে কী বলে?
Angle of repose
Angle of internal friction
Angle of incidence
Angle of attack
820. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
৭টি
৯টি
৮টি
৬টি