EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
781. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
782. শিখাড়া (Shikhara) কিসের অংশ?
হিন্দু মন্দির
বাংলা কুড়েঘর
মসজিদ
নৌকা
ব্যাখ্যা: শিখাড়া একটি সংস্কৃত শব্দ বা আক্ষরিক অর্থ পর্বত শিখর। এটি দ্বারা উত্তর ভারতের হিন্দু মন্দির স্থাপত্যের ক্রমবর্ধমান টাওয়ারকে বুঝায়।
783. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
785. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
786. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
787. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
১৯ এপ্রিল
৮ মার্চ
১৭ মার্চ
৯ ডিসেম্বর
ব্যাখ্যা: ৮ মার্চ নারীরা সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন করেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবসের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়। আবার কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়।
789. তিন মৌলিক রং হলো-
লাল, সবুজ, পার্পেল
নীল, সবুজ, লাল
লাল, হলুদ, নীল
হলুদ, লাল, সবুজ
790. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়। তাঁর রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উন্যাস।
792. 'Please don't disturb me'. Select the correct passive form of the sentence:
I should not be disturbed
Let not I disturbed
I might not be disturbed
I may not please be disturbed
ব্যাখ্যা: Please don't disturb me'- Active voice-টি Imperative sentence structure-এ রয়েছে। Imperative sentence যুক্ত বাক্যকে Active থেকে Passive করতে প্রথমে Sub + should+ not + be + মূল Verb এর Past Participle করতে হয়।
793. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
794. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
795. Effective size কোনটি?
D10
D30
D60
D90
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
797. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
798. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
799. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
800. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
20m
10m
30m
22m
ব্যাখ্যা: পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।