EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2281. This book is __ one I was looking for .
a
an
the
no article
ব্যাখ্যা: কোন noun এর পূর্বে clause বসিয়ে noun টিকে নির্দিষ্ট করা হলে তার পূর্বে the বসে ।
2282. 'খোদা তোমার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১)
উপকার
প্রার্থনা
বিধান
কোনোটিই নয়
2283. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?/বাণী ব্যাংকের জুনিয়র অফিসার। ১৯/
গুরুচণ্ডালী দোষ
দ্বিত্বজনিত ভুল
বাহুল্য দোষ
বাচ্যজনিত দোষ
2284. নিচের কোনটি যোগরূঢ় শব্দ? [বিএডিসি'র হিসাব সহকারী: ১৯]
দৌহিত্র
তুরঙ্গম
বাঁশি
তৈল
2285. 'কর্ম কর, অনুরূপ ফল পাবে।' গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? ১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮/
সরল
যৌগিক
জটিল
কার্যকারণাত্মক
2286. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য? জিনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
2287. 'পড়া শেষে খেলতে যাবো' এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। ১৩/
স্পৃহা
অভ্যাস
আসত্তি
অভিপ্রায়
2288. __milk he gave me has been split. Choose the correct option.
few
a few
a little
the little
ব্যাখ্যা: অল্প কয়েকটি কিন্তু সবগুলো অর্থেই countable noun এর পূর্বে the few বসে এবং অল্প একটু বা সামান্য কিন্তু সবটুকুই অর্থে uncountable noun এর পূর্বে the little বসে।
2289. They have not__ than five cars.
few
less
fewer
little
ব্যাখ্যা: কোন বাক্যে than থাকলে এবং তা দ্বারা কোন কিছুর সাথে কোন কিছুর তুলনা বুঝালে বাক্যটি হয় compartive sentence অর্থাৎ than এর আগে অবশ্যই comparative degree বসবে । বাক্যটি হবে They have not fewer than five cars.
2290. যোগরূঢ় শব্দ কোনটি? (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর: ১৯)
ঝরনা
পাথার
নদী
জলধি
2291. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা: ০৬)
মৌলিক শব্দ
যোগরূঢ় শব্দ
সাধিত শব্দ
যৌগিক শব্দ
2292. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' বাক্যটির নেতিবাচক রূপ- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৮/
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
তবু না বলা কথাটি সবার মানতে হয়
2293. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ? [১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]
যৌগিক
যোগরূঢ়
মৌলিক
রূঢ়ি
2294. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' বাক্যটিকে বাক্যে রূপান্তর করলে হয়- (৩৬তম বিসিএস)
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
2295. কোনটি মৌলিক শব্দ? (৩৭তম বিসিএস)
ফুলেল
হাতল
গোলাপ
ধাতব
2296. কোনটি রূঢ়ি শব্দ? [সোনালী ব্যাংক অফিসার (মুক্তিযোদ্ধা): ১৯]
জলধি
কর্তব্য
মধুর
প্রবীণ
2297. . 'বাংলাদেশ যেন জয়লাভ করে।'- এটি কোন ধরনের বাক্য? (১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮
আবেগসূচক
বর্ণনাত্মক
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
2298. মৌলিক শব্দ কোনটি? [১৫তম প্রভাষক নিবন্ধন (কলেজ): ১৯]
শ্রবণ
পরিষ্কার
পাঠক
কালো
2299. সুহৃদ কী ধরনের শব্দ? (১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
2300. কোনটি সাধিত শব্দ নয়? (৩২তম বিসিএস)
পানসা
গোলাপ
মানব
একাঙ্ক