MCQ
4681. গোলাকার পাইপের সার্ফেস এরিয়া বের করার সূত্র কোনটি?
2/7 r^2
22/7 r^2
322/7 r^2
25/7 r^2
4682. নিচের কোনটি আয়তকার ও ভি নচের সমন্বয়....
আয়তকার নচ
ট্রাপিজিয়াম নচ
ভি নচ
স্টেপড নচ
4683. নচ ব্যবহৃত হয় তরল পদার্থের নির্গমন...
মাপার জন্য
দেখার জন্য
প্রবাহের জন্য
কোনটি নয়
4684. হেডলস কত প্রকার?
2
3
4
5
4685. নচের তলদেশ যার উপর দিয়ে তরল প্রবাহিত হয় তাকে বলে...
ন্যাপ
সিল
জেট
কোনটি নয়
4686. বর্তমানে পানি সরবরাহের প্রধান পাইপের জন্য সব গুনাগুন বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো-
cast iron pipe
mild steel pipe
GI pipe
Ductile iron pipe
4687. বেজিনের সূত্রের সাহায্য নির্গমনের সূত্র -
Ac√(mi)
Ac√(m/i)
Ac√m
Ac√(m/c)
4688. পাইলের ফ্রিকশন Factor নির্ভর করে.....
Size of pipe
Rate of flow
Age of pipe
All of there
4689. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমান নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ
4690. প্রবাহিত একটি পানি কনার সর্বমোট শক্তি---
potential +preassure energy
kinetic+preassure energy
potential +preassure energy +kinetic energy
potential -preassure energy
4691. বার্ণোলির সূত্র প্রয়োগ করা যায়-
ভেঞ্চুরী মিটার
পিটট টিউব
অরিফিস মিটার
সবগুলো
4692. অসংকোচনশীল তরল অবিচ্ছেদিতভাবে প্রবাহিত হলে উহার যেকোনো অবস্থানে প্রতিটি কনার মোট হেড-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
দ্বিগুন
সমান
4693. অয়্যার নদীর মধ্যে থাকে....
লম্বালম্বি
সামনে
আড়াআড়ি
প্রান্তে
4694. .তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
ঘর্ষনপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
4695. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্ণোলি
নিউটন
আর্কিমিডিস
প্যাসকেল
4696. ঘর্ষনজনীত বাঁধার সৃষ্টি হয়-
পাইপের জন্য
বাঁধার জন্য
ভিসকোসিটির জন্য
সংকুচিত হয় বলে
4697. তরল পদার্থকে -
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
প্রবাহিত করা যায় না
বৃদ্ধি করা কঠিন
4698. হেডলসের হিসাব কোন প্রান্তে যোগ করা হয়-
প্রবেশের প্রান্তে
নির্গমন প্রান্তে
উভয় প্রান্তে
a+b
4699. নচ দিয়ে প্রবাহিত তরলের ধারাকে বলে..
ন্যাপ
সিল
জেট
কোনটি নয়
4700. d ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের hydrolic mean depth-
d
d/2
d/4
d/6