EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1761. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
যখন-তখন
অধিকন্তু
অথবা
শন শন
1762. কোন বাক্যে অসমান কর্তা আছে? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
সে এলে আমি যাব
সে কেঁদে কেঁদে বলল
বালিকাটি গান করে বলে গেল
সে যেতে যেতে থেমে গেল
1763. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো- সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১
খুব
যদি
আর
আবার
1764. 'তাকে আসতে বললাম, তবু এলো না'- কীসের উদাহরণ? (এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১
অনুসর্গ
যোজক
নির্দেশক
আবেগ
1765. রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন? (রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১
সমুচ্চয়ী
সমুচ্চয়ী সংকোচক
সমুচ্চয়ী বিয়োজক
অনন্বয়ী
1766. যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো-অপানি ব্যাংকের অফিসার। ১৯ا
ধীরে চলা
কথা বলা
হেসে ওঠা
চুপ করা
1767. পারস্পারিক সর্বনাম কোনটি? বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার। ২১
যেমন-তেমন
সকলে
নিজেরা-নিজেরা
নিজে
1768. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে- বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার। ২১
বেশী ওজন
খুব
ভারহীন
বেশী
1769. 'ছি। ছি। তুমি এত খারাপ।' এখানে 'ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে? উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২১/ বাংলাদেশ ব্যাংকের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। ২০
ভাবের গভীরতা
অনুভূতি ভাব
পৌনঃপুনিকতা
ভাবের ধারাবাহিকতা
1770. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি? ডিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিগার। ২১
করেছিলে
করালাম
করতে
করিয়েছিলাম
1771. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১
প্রত্যয়
উপসর্গ
অনুসর্গ
বিভক্তি
1772. 'তুমি এত নীচ' বাক্যটিতে প্রকাশ পেয়েছে- (রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট)। ২০
ঘৃণা
অবজ্ঞা
বিরক্তি
লজ্জা
1773. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে? বেসামরিক বিমান চলাচলের প্রতিটিরমেন্ট অফিসার। ২১
শব্দ
ক্রিয়া বিভক্তি
ধাতু
শব্দমূল
1774. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ- বেসামরিক বিমানের নিরাপত্তা অপার্টের। ২১
সে ঘুমায়
রিপা হাসছে
সে লিখছে
সে বই পড়ছে
1775. কোনটি ব্যতিহারিক সর্বনাম? ইয়া কর্পোরেশনের অফিস সহকারী। ২১
যার-তার
এরা-ওরা
নিজে-নিজে
আমি-তুমি
1776. নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়? (রূপালি ব্যাংকের অফিসার। ১৯)
আত্মবাচক
পূরণবাচক
ব্যতিহারিক
সাপেক্ষবাচক
1777. 'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২১
নানী
চাঁদ
নাতি
দেখাচ্ছে
1778. 'মরি। মরি। কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? (১৬তম শিক্ষক নিবন্ধন। ১৯
যন্ত্রণা
উচ্ছ্বাস
সম্মতি
বিরক্তি
1779. একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ১৯
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
ক্রিয়া
1780. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা। ২১
আমি বই পড়ছি
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ছেলেরা মাঠে খেলছে
সে ঘুমায়