Image
MCQ
1281. 'হাড়-হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
দরিদ্র
ক্ষুধার্ত
হতভাগ্য
রোগা
1282. সুসময়ের বন্ধু' কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
কংস মামা
সুখের পায়রা
দহরম মহরম
লেফাফা দুরস্ত
1283. 'হাত চালাও' বাগধারাটির অর্থ কী?
মার দাও
দক্ষ হও
সাহায্য চাও
তাড়াতাড়ি করা
1284. 'হাতের পাঁচ' এর সঠিক অর্থ কোনটি?
নিকট জন
পরমাত্মীয়
বন্ধু
শেষ সম্বল
1285. 'চির অশান্তি' বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
ভরাডুবি
রাবণের চিতা
তামার বিষ
আকাশ ভেঙ্গে পড়া
1286. 'হাত-ভারি' বাগধারার অর্থ-
দাতা
কৃপণ
কম-খরচে
দরিদ্র
1287. 'হালে পানি পাওয়া' অর্থ কী?
বিপদে পতিত হওয়া
বিপদাপন্ন হওয়া
বিপদমুক্ত হওয়া
বিপদে ধৈর্য ধারণ করা
1288. সঠিক অর্থ কোনটি? 'সাপে নেউলে'
শত্রুতা
বন্ধুত্ব
অতিশয় ভাল সম্পর্ক
মহাবিপদ
1289. 'হাত কামড়ানো' বাগধারাটির অর্থ কী
আফসোস করা
চিন্তা করা
আঘাতের হুমকি দেয়া
বদলা নেয়া
1290. 'রাজযোটক' বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
চমৎকার মিল
বড়লোক
অন্তঃসারশূন্য
পণ্ডশ্রম
1291. 'ধুয়া ধরা' বাগধারার প্রকৃত অর্থ কি?
বৃথা চেষ্টা করা
বজায় থাকা
বাজে অভ্যাস ধরা
আবদার বা ছুতো করা
1292. কোনটি বাগধারা বোঝায়?
চৈত্র সংক্রান্তি
পৌষ সংক্রান্তি
শিরে-সংক্রান্তি
শিব-সংক্রান্তি
1293. 'হাড় জুড়ানো' বাগধারাটির অর্থ কী?
স্বস্তি লাভ করা
বিশ্রাম নেয়া
মারা যাওয়া
আরোগ্য লাভ করা
1294. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
সাতেও না পাঁচেও না
দা-কুমড়ো
সাপে-নেউলে
আদায় কাঁচকলায়
1295. 'শাখের করাত' বাগধারার অর্থ কী?
সংকট
উভয় সংকট
বিপদ
অনিষ্ট
1296. 'হাত টান' বাগধারাটির অর্থ-
কৃপণ স্বভাব
চুরির অভ্যাস
লম্বা হাত
টাকা পয়সার অভাব
1297. 'মুহুর্তে অভিমান ভোলা' এ অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে?
বিড়াল তপস্বী
ভেজা বিড়াল
বিড়ালের আড়াই পাক
ভুঁইফোড়
1298. 'হাতির পাঁচ পা দেখা' এই বাগধারার অর্থ কী?
অবাক হওয়া
গর্বে আনন্দিত হওয়া
অহংকার বোধ করা
ভুল দেখা
1299. 'সাক্ষী গোপাল' অর্থ কী?
সক্রিয় দর্শক
কর্তব্যপরায়ণ
কর্তব্যবিমুখ
নিষ্ক্রিয় দর্শক
1300. 'হাত জোড়া থাকা' বাগধারাটির অর্থ কী?
কর্মব্যস্ত থাকা
অলস থাকা
নিষ্ক্রিয় হয়ে যাওয়া
চিন্তায় পড়া