English MCQ
2841. Construction augers - drill holes in soft grounds for the piers of large buildings.
for
used to
are used by
are used to
ব্যাখ্যা: বাক্যটি passive voice এ হবে। কেননা construction augers (নির্মাণ কাজে মাটিতে গর্ত করার যন্ত্রবিশেষ) নির্মাণ শ্রমিকরা মাটি গর্ত করার জন্য ব্যবহার করে আর বাক্যে কর্তা অনুপস্থিত। সুতরাং শূন্যস্থানে are used to ব্যবহৃত হবে কেননা drill শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
2842. Which is the antonym of 'Animosity'?
Pretention
Odium
Love
Affectation
ব্যাখ্যা:
Hints: Animosity (হিংসা)-এর বিপরীতার্থক শব্দ love ভালোবাসা। Odium-ঘৃণা, pretention-বানানটি ভুল। এর সঠিক বানান pretension দাম্ভিকতা, affectation-ভান বা অস্বাভাবিক আচরণ।
2843. Which one is the correct antonym of 'supercilious'?
Lavish
Affable
Belligerent
Occidental
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering classroom
Synonym and Antonyms
English Literature
ব্যাখ্যা:
Hints: Supercilious শব্দের সঠিক antonym হলো affable কেননা supercilious শব্দের অর্থ ঔদাসীন্যপূর্ণ; সব কিছুকে ঘৃণা করে এমন এবং affable শব্দের অর্থ ভদ্র; সদালাপী। Lavish অর্থ অপব্যয় করা, occidental অর্থ পাশ্চাত্য এবং belligerent অর্থ যুদ্ধবাজ।
2844. What is the synonym word of DISSEMINATE:
Dedicated
Circulate
Eliminate
Decorate
ব্যাখ্যা:
Hints: Disseminate অর্থ ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা যার সমার্থক শব্দ circulate / Decorate অর্থ সজ্জিত করা, delicated অর্থ সুকুমার; কোমল এবং eliminate অর্থ বর্জন করা।
2845. Which word is closest in meaning to 'abettor?
encourager
gambler
aggressive
accomplice
ব্যাখ্যা:
Hints: Abettor (দুষ্কর্মে সাহায্যকারী)-এর একই অর্থবোধক শব্দ হলো accomplice। Encourager অর্থ উৎসাহ দানকারী, gambler অর্থ জুয়াড়ি এবং aggressive অর্থ আক্রমণাত্বক।
2846. Make it passive: "They said he is a good candidate'
He was said to be a good candidate.
He was considered to be a good candidate.
It was said by them that he is to be a good candidate.
He was believed by them as a good candidate.
ব্যাখ্যা: এরূপ Complex sentence-কে voice-এ রূপান্তরের ক্ষেত্রে introductory it was said that + বাকি অংশ বা sub + was said to be + noun phrase বসিয়ে passive voice করতে হয়। সুতরাং সঠিক passive voice: He was said to be a good candidate .
2847. Choose the correct synonym of the word 'Authentic
Correct
Genuine
Exact
Real
2848. Which of the following can be an antonym for 'public'?
secede
seclusion
secular
secluded
ব্যাখ্যা:
Hints: Public (সর্বজনবিদিত; প্রকাশ)-এর antonym হলো secluded (নিজর্জন; নিরালা; নিভৃত)। তাছাড়া scade অর্থ খারিজ করা, seclusion (n) নিজনিতা আর secular অর্থ পার্থিব, লোকায়ত। Noun হিসেবে public অর্থ জনসাধারণ তাই antonym হিসেবে Seclusion গ্রহণযোগ্য নয়। .
2849. The antonym of the word 'somber' is-.
bright
dismal
gloomy
dark
ব্যাখ্যা:
Hints: Somber (অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ)-এর বিপরীত শব্দ brigist (উজ্জ্বল; প্রফুল্ল)। Gloomy (বিষণ্ণ), dismal (নিরানন্দ) এবং dark (অন্ধকারময়) হলো sontber-এর সমর্থক শব্দ।
2850. "The history of Bangladesh is the history of a people who have repeatedly made their highways (crimson) with their blood"-here the underlined word means.
a deep red
achromatic
bluish-grey
grayish
ব্যাখ্যা:
Hints: Underlined word 'crimson'-এর বাংলা হলো গাঢ় লাল; টকটকে লাল অর্থাৎ a deep red।
2851. The synonym of Indignant is-
Strident
Deviant
Pungent
Soundless
ব্যাখ্যা:
Hints: Indignant (অবজ্ঞাপূর্ণ, ক্ষুব্ধ)-এর সমার্থক শব্দ pungent (বিদ্রপপূর্ণ) (Strident অর্থ কড়া; কঠোর, soundless অর্থ শব্দবিহীন আর deviant অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন।
2852. Which of the following can be a synonym for ' unreadable'?
illusion
illimitable
illegible
illiterate
ব্যাখ্যা:
Hints: Unreadable' শব্দের অর্থ অপাঠ্য; দুষ্পাঠ্য। এর synonym illegible" (দুষ্পাঠ্য)। Illusion শব্দের অর্থ বিভ্রান্তি; অলীকতা। Illimitable শব্দের অর্থ অন্তত; অসীম আর illiterate শব্দের অর্থ নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন।
2853. What is the synonym word of INDIGENCE:
Autonomy
Poverty
Lavish
Dormant
ব্যাখ্যা:
Hints: Indigence (দারিদ্রা; নির্ধনতা)-এর সমার্থক শব্দ poverty (দারিদ্রদ্র্য)। Option-এর বাকি তিনটি শব্দ autonomy-স্বশাসন; স্বাধীনতা, latish-অপব্যয় করা, dormant সুপ্ত।
2854. Find the synonym of 'baffle'.
tight
encourage
balk
enlighten
ব্যাখ্যা:
Hints: Baffle (বানচাল করা)-এর সমার্থক শব্দ (balk) (বানচাল করা)। Tight- শক্ত করা, encourage উৎসাহিত করা, enlighten- আলোকিত করা।
2855. The active form of the sentence 'Promises should be kept' is -
You should keep our promise.
We should keep the promises made.
One should keep one's promises.
One should keep ones promises.
ব্যাখ্যা: One should keep one's promises বাক্যটি active voice কেননা one-এর possessive adjective one's .
2856. The antonym of 'Take to Task' is
Attack
Abuse
Asperse
Allow
ব্যাখ্যা:
Hints: Take to task (তিরস্কার করা)-এর বিপরীতার্থক শব্দ, allow (সম্মতি দেয়া)। Attack-- আক্রমণ করা, Abuse- অপব্যবহার করা, Asperme- অপবাদ দেয়া।
2857. Find the antonym of 'earnest
ardent
serious
flippant
sincere
ব্যাখ্যা:
Hints: Earnest (আন্তরিক)-এর বিপরীতার্থক শব্দ flippant (বৃষ্টতাপূর্ণ)। Ardent- অতিশয় আবুল বা উৎসাহী, serious- গুরুত্বপূর্ণ, sincere- আন্তরিক।
2858. What is the synonym word of AUGUST:
Common
Ridiculous
Dignified
Petty
ব্যাখ্যা:
Hints: August (সুমহান)-এর একই অর্থবোধক শব্দ হলো dignified (মহান; মহামহিম)। অন্যদিকে common অর্থ সাধারণ, ridiculous অর্থ হাস্যকর এবং petty অর্থ ক্ষুদ্র: তুচ্ছ।
2859. Which one of the following does not mean a 'road"?
alley
boulevard
track
lagoon
ব্যাখ্যা:
Hints: Alley (সরু গলি), boulevard (প্রশস্ত প্রধান সড়ক) এবং track (যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ) সড়ক বা পথকে নির্দেশ করে। কিন্তু lagoon অর্থ উপহ্রদ বা অগভীর হ্রদ যা পথ বোঝায় না।
2860. What is the meaning of OBNOXIOUS?
very dangerous
very pleasant
very unpleasant
very ugly