EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8141. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
পদান্বয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনুকার অব্যয়
ব্যাখ্যা: ব্যাখ্যা :যে সকল অন্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। মনের উচ্ছ্বাস, স্বীকৃতি বা অস্বীকৃতি, সম্মতি, সমর্থন, যন্ত্রণা, ঘৃণ্য বা বিরক্তি, সম্বোধন, সম্ভাবনায় অনন্বয়ী অব্যয় ব্যবহৃত হয়। যেমন- (১) তুমি তো ভারি সুন্দর আঁকা (ii) মরি মরি। কী সুন্দর প্রভাতের রূপ! (iii) ছি ছি, তুমি এত নীচ। অন্যদিকে, যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে। যেমন: ওকে দিয়ে এ কাজ হবে না। (দিয়ে অনুসর্গ অব্যয়)। আর যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন: বজ্রের ধ্বনি- কড় কড়।
8142. Workability of concrete is measured by:
Vicat apparatus test
Slump test
Setting time test
Fineness test
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Concrete slump test or slump cone test is to determine the workability or consistency of concrete mix prepaved at the laboratory or the construction site during the progress of work
8143. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উপপদ
প্রাতিপদিক
প্রপদ
পূর্বপদ
8144. A pre-cast pile generally used is:
Circular
Octagonal
Square
Rectangular
8145. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য- সম্মুখ স্বরধ্বনি?
ব্যাখ্যা: ব্যাখ্যা: উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। উচ্চারণের সময়ে জিভ কতটা ওপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত। যথা:। উচ্চ স্বরধ্বনি [ই], [উ]; ii. উচ্চ-মধ্য স্বরধ্বনি (এ), [৩]; iii. নিম্ন-মধ্য স্বরধ্বনি অ্যা!, [অ] এবং iv. নিম্ন স্বরধ্বনি [আ]। উচ্চ-মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময় নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে। 'এ' হলো উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি এবং 'ও' হলো উচ্চমধ্য-পশ্চাৎ স্বরধ্বনি।
8146. স্বরান্ত অক্ষরকে কী বলে?
একাক্ষর
মুক্তাক্ষর
বদ্ধাক্ষর
যুক্তাক্ষর
ব্যাখ্যা: ব্যাখ্যা যে সকল অক্ষর স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে। মুক্তাক্ষরের চিহ্ন ৩০। মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করেও তাকে প্রয়োজনমতো প্রলম্বিত করা চলে। যেমন: অপরিচিত।
8147. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি
ফরাসি
গ্রিক
স্পেনিশ
8148. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।- বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
ব্যাখ্যা: ব্যাখ্যা 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে'- বাক্যটিতে তিনটি ভুল আছে এবং ভুলগুলো হলো বানান অশুদ্ধি। সঠিক বাক্যটি হবে- 'সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে'। প্রসঙ্গত বানান ভুল বাক্য অশুদ্ধ হওয়ার-একটি অন্যতম কারণ।
8149. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।'- মন্তব্যটি কোন ভাষাচিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
ব্যাখ্যা: ব্যাখ্যা বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ড. সুকুমার সেন তার 'ভাষার ইতিবৃত্ত' (১৯৩৯) গ্রন্থে বলেছেন- 'ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও।'
8150. Enlarged head of a supporting column of a flat slab is technically known as:
Supporting end of the column
Top of the column
Capital
Drop panel
ব্যাখ্যা: ব্যাখ্যা: Column capital between the column and the load thrusting down upon it, broadening the area of the column's supporting surface.
8151. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
মনোএল দ্য আসসুম্পসাঁও
রাজা রামমোহন রায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
8152. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
অব্যয়
সর্বনাম
বিশেষণ
8153. The most suitable equipment for compacting clay soil is a:
Smooth wheet roller
Preumatic tyred roller
Sheep foot roller
Vibrator
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Sheep foot roller are used for compacting fine grained soils such as heavy clays and silty clay. Sheep foor rollers are used for campaction of soil in damı embankments, subgrade layers in pavements and ruil road construction projects.
8154. নিচের কোনটি যৌগিক শব্দ?
প্রবীণ
জেঠামি
সরোজ
মিতালি
8155. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
পান-ব্যবসায়ী
তামসিক
পর্ণকার
বারুই
8156. The book in which chain measurements are entered is called:
Field book
Study book
Record book
Chain book
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ The field measurements sketches and relevant notes are recorded for future refernce in a note book known as field book. There are two types of field book such as single line and double line field book.
8157. Why are steel reinforcing rods used in concrete beams:
To make it carry compression
To make it carry tension
To make it carry both compression and tension
None of these
8158. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি
8159. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ব্যাখ্যা: ব্যাখ্যা আরও কতিপয় শুদ্ধ বানান- মুহূর্ত, মুমূর্ষু, অপরাহ, পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, সায়াহ্ন, মুহুর্মুহু, মরীচিকা, জাজ্বল্যমান, সৌহার্দ্য, কনীনিকা, নির্নিমেষ, বিভীষিকা, পিপীলিকা, ভাগীরথী ইত্যাদি।
8160. The spacing of transverse reinforcement of column is decided by the following considerations:
The teast lateral dimension of the column.
Sixteen times the diameter of the smallest longitudinal reniforcing rod is the column.
Forty-eight times the diameter of transverse reinforcement.
all the above.
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transverse reinforcement means column stirrups. Spacing 16 dia of main bar. Spacing $48 dia of fit bar and speacing so lateral dimension of column.