9959. প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ব্যাখ্যা: মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ১০ পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এক সময় মহাস্থানগড় ১২ গ বাংলার রাজধানী ছিল। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে ১৩ খ অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য ১৪ ঘ জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার ১৫ খ প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।