EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সিভিল MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
261. to resist the positive moment of a simply supported beam the reinforcement should be provided at the ( একটি সাধারণভাবে স্থাপিত বীমের পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য শক্তিবৃদ্ধি প্রদান করা উচিত)
Bottom end
Upper end
Middle end
None of these
ব্যাখ্যা: তথ্য: পজেটিভ মোমেন্ট এর ক্ষেত্রে বীমের নিচে টেনশন উৎপন্ন হয়। ফলে, পজেটিভ মোমেন্ট প্রতিরোধের জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। উত্তর: ক.
263. Victoria falls situated in- (ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত)
Zimbabwe
Poland
Canada
Africa
ব্যাখ্যা: তথ্য: ভিক্টোরিয়া জলপ্রপাতম, উত্তরে জাম্বিয়া এবং দক্ষিণে জিম্বাবুয়ের মধ্যবর্তী সীমান্ত জাম্বেজি নদীর তীরে অবস্থিত দর্শনীয় জলপ্রপাত। সঠিক উত্তর: (ক)
264. নিরাপদ খাবার পানির BOD সর্বোচ্চ কত হতে পারবে-
6 ppm
50 ppm
10 ppm
100 ppm
ব্যাখ্যা: তথ্য: নিরাপদ খাবার পানির BOD শূন্য বা থাকে না বললেই চলে। কিন্তু Who কর্তৃক মনোনীত সুপেয় খাবার পানির নিরাপদ খাবার পানির BOD এর সর্বোচ্চ মান। খাবার পানি ব্যতিত অন্য পানিতে নিরাপদ খাবার পানির BOD এর মান 1-2 mg/L এর মধ্যে থাকলে খুবই ভালো। BOD এর মান 3 হলে মোটামুটি ভালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক অবশ্যক 6mg/L এর কম হবে। BOD এর মান ১০ এর বেশি হলে পানিতে দূষণমাত্রা খুব খারাপ ধরা হয়।
265. In a simply supported reinforced concrete beam, the reinforcement is placed (একটি সাধারণভাবে স্থাপিত কংক্রিট বীমের, রিইনফোর্সমেন্ট স্থাপন করা হয়)
below the neutral axis
above the neutral axis
at the neutral axis
any one of these
ব্যাখ্যা: তথ্য: পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। এ কারণে প্রধান রিইনফোর্সমেন্ট বীমের নিউট্রাল এক্সিস এর নিচে স্থাপন করা হয়। উত্তর: ক
266. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
বি
ডি
সি
ব্যাখ্যা: তথ্য: ভিটামিন D এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই ভিটামিনের অভাবে অস্থি ও দাঁতের বিকৃতি ঘটে। ভিটামিন A এর অভাবে রাতকানা হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। ভিটামিন C এর অভাবে দাঁতের গোঁড়া ফোলে উঠে, তা থেকে রক্ত পড়ে বা তাতে পুঁজ জমে। এর অভাবে স্কার্ভি রোগ
267. Corrigendum শব্দের অর্থ কি?
পুনরবিন্যাস
শুদ্ধিপত্র
স্থাপথ্যকলা
অনুরোধপত্র
ব্যাখ্যা: তথ্য: Corrigendum শুদ্ধিপত্র সংশোধনীয় বিষয়।
268. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে।
৮ মিনিট ২০ সেকেন্ড
৮ মিনিট ১০ সেকেন্ড
২০ মিনিট ৮ সেকেন্ড
১ ঘন্টা ২০ মিনিট
ব্যাখ্যা: তথ্য: সূর্যের আলোক শক্তিই তাপশক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে এসে। সেই হিসেবে সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড আর সে সময় আগত সেই আলোক রশ্মি বস্তুতে পড়লে বিকিরণের সাহায্যে বস্তু গরম হয়।
269. The forward bearing and backward bearing of a line defer bye (একটি লাইনের সম্মুখ বিয়ারিং এবং পশ্চাদগামী বিয়ারিং পার্থক্য হলো -
60°
90°
180°
360°
ব্যাখ্যা: তথ্য: বিয়ারিং হল অনুভূমিক কোণ। একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিংয়ের পার্থক্য হল 180°.
270. কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কত সালে চালু হয়?
১৯৮১
১৯৬২
১৯৮৮
১৯৬৯
ব্যাখ্যা: তথ্য: কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প ১৯৬২ সালে চালু হয়।
271. The study of kind of life in outer space is known as --
Exobiology
Ecology
Evolution
Anthropology
ব্যাখ্যা: তথ্য: মহাকাশে জীবনের অধ্যয়ন এক্সোবায়োলজি (Exobiology) নামে পরিচিত। বিজ্ঞানের এই শাখাটি অন্যান্য গ্রহে সম্ভাব্য প্রাণের প্রকৃতি নিয়ে কাজ করে।
272. Setting times of cement paste determiner by--- (সিমেন্ট পেস্টের সেটিং টাইম নির্নয় করতে ব্যবহৃত হয়)
vicat apparatus
compaction apparatus
slump cone
crushing apparatus
ব্যাখ্যা: তথ্য: vicat apparatus সিমেন্ট পেস্টের সেটিং টাইম নির্নয় করতে ব্যবহৃত হয়।
273. ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মি. হলে রেখার প্রকৃত বিয়ারিং কত?
36°
53°
46°
56°
274. Compressive strength of concrete as a function of –
w/c ratio
Compaction
size of aggregates
all of these
ব্যাখ্যা: তথ্য: কংক্রিটের কম্প্রেসিভ শক্তি হল কম্প্রেশন টেস্ট দ্বারা পরিমাপ করা শক্ত কংক্রিটের শক্তি। কংক্রিটের সংকোচনশীল শক্তি অনেক কারনের উপর নির্বর করে যেমন: জল-সিমেন্ট অনুপাত, সিমেন্টের শক্তি, কংক্রিটের উপাদানের সময় গুনমান নিয়ন্ত্রণ ইত্যাদি।
275. ডেটাম লাইনের উপরে অথবা নিচে উলম্ব দূরত্বকে বলে-
Verticle line
Reduced level
Level line
None of these
276. ডায়মন্ড কিসের রুপ ভেদ--
কোয়ার্টজ
কার্বন
গ্রাফাইট
সিলভার
ব্যাখ্যা: তথ্য: হীরক কার্বনের একটি বিশেষ রুপ মাত্র।
277. What is the initial setting time of cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
30 minutes
1 hour
30 hours
15 minutes
278. Moment of inertia of a circular section is (circular section- মোমেন্ট অব ইনার্শিয়া)
πD4/38
πD4/64
πο4/77
πD4/128
279. in case of concrete if the water content and other mix proportion are fixed workability of concrete depends on--
size of aggregates (এগ্রিগেট আকার)
grading of aggregates (এগ্রিগেট গ্রেডিং)
Particle Shape (এগ্রিগেট এর আকৃতি)
all of these (সবগুলো)
280. grain size distributing of clay can be done by_ (কাদামাটির কণার আকার বন্টন করা হয়ে থাকে)
sieve analysis
hydrometer test
LAA
None
ব্যাখ্যা: তথ্য: হাইড্রোমিটার বিশ্লেষণ (hydrometer test): চালনি বিশ্লেলণ (sieve analysis) কাদামাটি এবং পলি কণার জন্য ব্যবহার করা যাবে না কারণ এগুলি খুব ছোট (ব্যাস ০.০৭৫ মিমি) এবং ঝাঁকুনির সময় এগুলো দীর্ঘ সময়ের জন্য বাতাসে ঝুলে থাকবে। চালনী নং ২০০ অতিক্রম করে এমন দানাদার আকারের বন্টন হাইড্রোমিটার বিশ্লেষন ব্যবহার করে নির্ণয় করা যেতে পারে। সঠিক উত্তর: খ