EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সিভিল MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
161. Reduce level at four corners of a square ditch (10m x 10m) are 101m, 101.50 m, 102.00m and 102.50 m. calculate the volume of earth falling for the ditch given reduced level of the filling plan is 100 metre.
175 m³
none of above
200 m³
225 m³
ব্যাখ্যা: Avg of depth = 1+1.5+2+2.5/4 = 1.75 Filling = depth x area = 1.75 x 10 x 10 = 175 cum
162. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন?
ইউনিসেফ
বিশ্বব্যাংক
ইউএনডিপি
ইউনেস্কো
ব্যাখ্যা: তথ্য: ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়কে সংস্থা 'ইউনেস্কো' সুন্দরবনকে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দেয়।
163. বাংলাদেশের সবোর্চ্চ রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?
একুশে পদক
স্বাধীনতা পুরস্কার
শিল্পকলা পুরষ্কার
বাংলা একাডেমি পুরষ্কার
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশি জাতীয় পুরষ্কার ও পদক প্রথাটি বাংলাদেশের স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। সর্বাধিক স্বীকৃত নাগরিক পুরস্কার হলেন একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার। প্রতি বছর এসব পুরষ্কার দেওয়া হয়।
164. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতির কারা?
খাসিয়া
হাজং
মারমা
সবগুলো
ব্যাখ্যা: তথ্য: মাতৃতান্ত্রিক উপজাতির- গারো খাসিয়া ও সাওতাল পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং বিঃ দ্রঃ পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে। আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে। নোট: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রি নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে। সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা। ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদেরকে সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে।
165. নিচের কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে?
গোমতী
হালদা
মাতামুহুরী
সাঙ্গু
ব্যাখ্যা: তথ্য: বাংদেশে উৎপত্তি লাভ করে দেশের মধ্যেই শেষ হয়েছে এমন নদী হলো হালদা।
166. Which of the following statement is false
slope of the moment diagram = share
change in share = area under distributed load
slope of the shared diagram = moment
change in moment = area under share diagram
ব্যাখ্যা: একটি বিন্দুতে শিয়ার ডায়াগ্রামের ঢাল সমান ডিস্টিবিউটেড লোডিং এর তীব্রতা w(x)। লোডের তীব্রতা। শিয়ার ডায়াগ্রামের ঢাল। এবং, একটি বিন্দুতে moment diagramশিয়ারের তীব্রতার সমান। শিয়ার বক্ররেখার ঢাল।
167. The slope of the share diagram is equal to (শিয়ার বক্ররেখার ঢাল সমান-)
Rotational moment
Bending moment
Total weight
Distributed load intensity
ব্যাখ্যা: একটি বিন্দুতে শিয়ার ডায়াগ্রামের ঢাল সমান ডিস্টিবিউটেড লোডিং এর তীব্রতা w(x)। লোষের তীব্রতা। শিয়ার ডায়াগ্রামের ঢাল।
168. বৌদ্ধ সভ্যতার নিদর্শন 'তক্ষশীলা' কোন দেশে অবস্থিত?
পাকিস্তান
নেপাল
ভারত
ভুটান
ব্যাখ্যা: তথ্য: তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
169. বাংলাদেশে বর্তমানে কয়ম্ভর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে যথা: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ।
170. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
০৭ এপ্রিল ১৯৭১
২৫ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা: তথ্য: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিতকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যেমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়।
171. পরিবেশের কোন দূষনের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হবে পারে?
পানি দূষণ
বায়ু দূষণ
মাটি দূষণ
শব্দ দূষণ
ব্যাখ্যা: তথ্য: পরিবেশের শব্দ দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে।
172. পৃথিবীতে শক্তির উৎস প্রধান কয়টি?
কয়লা
পানি
সূর্য
তেল
ব্যাখ্যা: তথ্য: শক্তির উৎস বলতে যে বস্তুর মধ্যে কাজ করার ক্ষমতা নিহিত থাকে তাকেই শক্তির উৎস বলে। শক্তি অতি পরিচিত উৎস হলো কয়লা, খনিজ তেল, সূর্য ও প্রাকৃতিক গ্যাস। তবে, পৃথিবীতে সব শক্তির মূল উৎস সূর্য।
173. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
হাশেম খান
জয়নুল আবেদিন
হামিদুর রহমান
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
174. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
৩৫০
৪০০
৩০০
৪৩০
ব্যাখ্যা: তথ্য: জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সবোর্চ্চ আইনসভা। এক কক্ষবিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০। যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০ আসন নারীদের জন্য সংরক্ষিত।
175. Slope of the moment diagram is equal to
Rotational moment
Bending moment
Total weight
Shear
ব্যাখ্যা: একটি বিন্দুতে moment diagram ঢাল সেই বিন্দুতে শিয়ারের তীব্রতার সমান। শিয়ার বক্ররেখার ঢাল।
176. BIMSTEC কোন ধরনের সংগঠন?
রাজনৈতিক
অর্থনৈতিক
সামাজিক
বাণিজ্যিক
ব্যাখ্যা: তথ্য: BIMSTEC- Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Co-oparation, সদস্য ৭টি দেশের ভৌগলিক বঙ্গোগসাগেরর আশেপাশে হওয়ায় ২০০৪ সালের ৩১ জুলাই সংস্থাটি এরুপ নামকরণ করা হয়। বর্তমানে এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
177. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
অনুন্নত
উন্নয়নশীল
উপনিবেশিক
ব্যাখ্যা: তথ্য: G-৭৭ হল সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা। উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ও বানিজ্যক স্বার্থরক্ষার উদ্দেশ্যে ১৯৬৪ সালে গঠন করা হয়।
178. জাতিসংঘের সাধারণ পরিষদেও সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর আন্তজাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারী
২১ মার্চ
২৪ অক্টোবর
১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: তথ্য:১৯৬০ সালে ২১ মার্চ শ্বেতাঙ্গ শাসনাধীন দক্ষিণ আফ্রিকার শাপভিলে বর্নবাদ আইনের বিরুদ্ধে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে ৬৯ জন কৃষ্ণঙ্গকে হত্যা করা হয়। এর পরপ্রেক্ষিতে এ সাধারণ পরিষদ ১৯৬৬ খ্রিষ্টাব্দে ২১ মার্চের আন্তজাতিক বর্ণবৈষম্য নির্মূল দিবস হিসেবে ঘোষণা করে।
179. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
ব্রোমিন
নাইট্রোজেন
আয়োডিন
ক্লোরিন
ব্যাখ্যা: তথ্য: কলের পানিতে রাসায়নিক উপাদান হিসেবে সাধারণত আর্সেনিক, বোরন, বেরিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন বিদ্যমান থাকে। আবার সাধারনত খনিজ পানিতে বিভিন্ন ধাতু লবণ আয়নিত অবস্থায় থাকে। যেমন, সোডিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরাইড ইত্যাদি। ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি। সুতরাং কলের পানিতে ক্লোরিন থাকে।
180. বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
দিনাজপুরে
মাগুরা
নেত্রকোনা
ফরিদপুর
ব্যাখ্যা: তথ্য: গম গবেষণা কেন্দ্র একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউটি যা বাংলাদেশের গমের উৎপাদন ও চাষ গবেষণা করে এবং এটি নাসিপুর, দিনাজপুর অবস্থিত।