EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4601. Objectives of power system is/are-
cost of electrical energy per kWh is to be minimum
rated voltage and frequency has to be supplied to the consumers
both a & b
neither a or b
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) Cost of electrical energy per kWh is to be minimum (il) Rated voltage and frequency has to be supplied to the consumers. (iii) Reliable power has to be available. (iv) Effective protection system has to be used for isolating the faulty section and keeping other sections healthy. (v) More stable generators are to be used, so that it should not lose synchronism under faulty condition. (iv) Flexible power has to be available.
4602. Corona occurs between when they-
two transmission lines are closely-spaced
are widely-spaced
high-potential difference
carry d.c power
ব্যাখ্যা: ব্যাখ্যা: The phenomenon of ionisation of surrounding air around the conductor due to which luminous glow with hissing noise is rise is known as the corona effect. Corona occurs between two transmission lines when they have high potential difference.
4603. এক ঘনমিটার Brick Masonry কাজে কয়টি ইট লাগে?
500
400
450
350
ব্যাখ্যা: ইটের সাইজ = 254mm × 127mm x 76mm কাজের পরিমাণ= 1 m³ মোট ইট লাগবে = 1/0.254×0.127×0.076 = 393.70079 = 400 Pcs উত্তর সহ কয়েকটি অনুরুল চেরুত্বপুন প্রশ্ন 1. এক ঘনমিটার brick masonry কাজে কয়টি ইট লাগে- 410 টি। 2. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 1:4. 3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫%. 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6. 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি। 6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি। 7. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি। ৪. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
4604. 1:2:4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
5 ব্যাগ
9 ব্যাগ
7.5 ব্যাগ
11ব্যাগ
ব্যাখ্যা: mix ratio of concrete 1:2:4 যেখানে, Cement : Sand: Aggregate এখানে, Shrinkage factor = 1.5 কংক্রিটের মোট আয়তন = 50×(1.5) = 75 ঘনফুট সিমেন্ট লাগবে = 75 × 1 / 1+2+4 ঘনফুট 10.72/1.25 (১.২৫ ঘনফুট = ১ ব্যাগ = 8.57 bags = 9 bags
4605. The absolute zero temperature is taken as-.
-273°C
237°C
273°C
-237°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: Absolute zero is the lowest limit of the thermodynamic temperature scale, a state at which the enthalpy and entropy of a cooled ideal gas reach their minimum value, taken as zero kelvins. The fundamental particles or nature have minimum vibrational motion, retaining only quantum mechanical, zero-point energy-induced particle motion. The theoretical temperature is determined by extrapolating the ideal gas law; by international agreement, absolute zero is taken as-273.15° on the Celsius scale (International System of Units), which equals-459.67° on the Fahrenheit scale (United States customary units or Imperial units). The corresponding Kelvin and Rankine temperature scales set their zero points at absolute zero by definition.
4606. এক ঘনফুট লোহার ওজন কত?
100 Ib
200 lb
400 Ib
490 Ib
ব্যাখ্যা: ঘনফুট লোহার ওজন 233 কেজি বা 490 Ib। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন 1. এক ঘনফুট লোহার ওজন - 490 lb. 2. 1 ঘনমিটার লোহার ওজন - 7850 Kg. 3. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত - 1.58 kg 4. 1 ton = 1000 Kg. 5. 1 কুইন্টাল = 100 Kg. 6. লোহার একক ওজন নির্ণয়ের সূত্র = D 2mm/162.2 Kg/m. 7. 1 m দৈর্ঘ্যের 12 mm লোহার ওজন কত 0.888 kg
4608. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
৮৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
ব্যাখ্যা: note: একটি বাঁধের উপরি প্রন্থ 16m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের গ্রন্থ কত- 24m. উত্তর সহ কয়েকটি অনুরুপ অরুত্বপুন প্রশ্ন 1. একটি বাঁধের উপরি প্রস্থ 16 m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের প্রন্থ কত - 24m. 2. যে তল বরাবর রাস্তার মাটি খনন ও ভরাট করা হয় তাকে বলে গঠন তল। 3. রাস্তার পার্শ্বে ঘাসের চাপড়া বসানো হলে তাকে বলে টার্ফ। 4. মাটির ভাঙ্গন ও শিয়ার প্রতিরোধের জন্য যে কোণে তীর্যকভাবে তৈরি করা হয় তাকে বলে পার্শ্বটাল। 5. স্বাভাবিকভাবে মাটির স্তুপের পার্শ্বতল আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্থিরতা কোণ / Angle of repose. 6. 1:2 পার্শ্বটালের 2 দ্বারা কি বুঝায় - অনুভূমিক দৈর্ঘ্য। 7. 120 m দৈর্ঘ্যের একটি রাস্তার পার্শ্বঢাল 1.5:1 এবং উচ্চতা 3 m হলে টার্ফের কাজের পরিমাণ কত- 1298 m^2.
4609. কমিউনিকেশন লাইনে ফল্ট নির্ণয়ের জন্য যে টেস্ট করা হয়, তা-
মারি লুপ টেস্ট
ভারলি লুপ টেস্ট
ব্ল‍্যাভিয়ার টেস্ট
সাবস্টিটিউট টেস্ট
4610. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
31 টি
52 টি
42 টি
62 টি
ব্যাখ্যা: একস্তর ইটের এক বর্গ মিটার জায়গা হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন ৫২ টি। চর সহ কয়েকটি অনুরণ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1 বর্গমি, জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা 52 টি। 2. 5" পুরু Brick work এর জন্য cement Sand Mortar এর অনুপাত কত- 1:4 3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫৯% 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি। 6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি। 7. ৫০০ মিটার লম্বা এবং ২ মিটার উঁচু সীমানা প্রাচীর তৈরির জন্য প্রয়োজনীয় ইটের সংখ্যা হল 52000 ৪. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি। 9. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
4611. লুপ টেস্টের একটি সুবিধা এই যে-
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর প্রভাব বিস্তার করে
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর প্রভাব বিস্তার করে না
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে না
ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে ফল্টের রেজিস্ট্যান্স প্রাপ্ত ফলের উপর নির্ভর করে না
4613. Advantages of higher transmission voltage is/are-
power transfer capability of the transmission line is increase
transmission line losses are reduced
area of cross section and volume of the conductor is reduced
all of those
4614. Which of the following are starting methods for squirrel cage induction motor?
auto transformer starting
stator resistance starting
star-delta starting
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: As the rotor of induction motor is under short circuit, a large voltage induced in it during starting produces a high rotor current which comes through the stator. Therefore the motor draws large current at starting To control the rotor current in squirrel cage motor only option is to go for reduced voltage starting. By using all the above methods we can get the reduced voltage ar starting. These above methods are used as there is no rotor conductor but rotor bars only
4615. লুপ টেস্টের সময় একটি ত্রুটিযুক্ত এবং একটি ভালো ক্যাবলের দূরপ্রাপ্ত সংযোগ করা হয়-
একটি হাই-রেজিস্ট্যান্স দ্বারা
একটি লো-রেজিস্ট্যান্স দ্বারা
একটি অপরিবাহী পদার্থ দ্বারা
ওপেন সার্কিট দ্বারা
4616. এক ঘনমিটার Reinforced Cement Concrete-এর ওজন কত?
2000 kg
1200 kg
2400 kg
2500 kg
ব্যাখ্যা: 23.60kn/m x 1000N/kn × ¼.45 ×1/3.20 = 2400 kg/ 150 lb উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg. 2. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3. 3. Cement এর একক ওজন কত--1440 Kg/m^3. 4. ইটের একক ওজন কত- 1110 Kg/m^3. 5. ইটের গাঁথুনির একক ওজন কত- 1920 Kg/m^3.
4617. ক্যাবল বা কোরের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স জানা থাকলে যে টেস্ট উপযোগী, তা-
সাবস্টিটিউট টেস্ট
র‍্যাভিয়ার টেস্ট
মারি লুপ টেস্ট
ভারলি লুপ টেস্ট
4618. লুপ টেস্টের সময় টেস্টিং প্রান্তে সংযোগ করা হয়-
একটি অ্যামিটার এবং একটি ভোল্টমিটার
একটি কেলভিন ডবল ব্রিজ
একটি হুইটস্টোন ব্রিজ
একটি ম্যাক্সওয়েল ব্রিজ
4619. Which of the following ac motors are widely used?
squirrel caged induction motor
slip-ring induction motor
both a & b
none
ব্যাখ্যা: ব্যাখ্যা: In slip-ring induction motor brushes are present due to this frequent maintenance is required. Their design is complicated due to winding, slip-rings and brushes and also expensive. Slip ring induction motor is comparatively having more weight than squirrel case induction motor. The construction of squirrel case induction motor is simple and robust and it is cheap as compared to slip ring induction motor. Therefore squirrel cage induction motor is widely used.