Image
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং MCQ
241. বাঁকে স্লিপারের ঘনত্ব কত ধরা হয়?
n+3
n + 5.
n+7
n+1
242. উত্তম ব্যালাস্টের আকার কত?
১৯ মিমি থেকে ৫১ মিমি
১৯ মিমি থেকে ৪৫ মিমি
১৯ মিমি থেকে ৩০ মিমি
১০ মিমি থেকে ২৫ মিমি
243. কাস্ট আয়রন স্লিপারের আয়ুষ্কাল-
৬০ থেকে ৭০ বছর
৫০ থেকে ৬০ বছর।
৪০ থেকে ৫০ বছর
কোনোটিই নয়
244. কোনো লাইনের ব্যালাস্টের দৈর্ঘ্য ২৮০ সেমি, প্রস্থ ২৭৫ মিমি এবং উচ্চতা ১২৭ সেমি। যদি দুই স্লিপারের মধ্যবর্তী দূরত্ব ৬৫ সেমি হয়, তবে ব্যালাস্টের গভীরতা কত?
১০ সেমি
২০.৭৫ সেমি
১৫ সেমি
১৮.৭৫ সেমি
245. ব্রডগেজের ধুরাবাহিত ওজন (Axial Load) ২৮ টন হলে স্লিপারের ঘনত্ব কত হবে?
n+4
n+7
n+5
n+6
246. গার্ডার সেতুর ওপর ব্রডগেজে স্লিপারের সর্বোচ্চ দূরত্ব-
১-৮"
০'-৮"
১'-০"
১-৬"
247. একখণ্ড রেলের দৈর্ঘ্য ১২.৮০ মিটার এবং স্লিপারের ঘনত্ব n+5 হলে রেলখণ্ডে স্লিপারের সংখ্যা কত?
১৭টি
১৯টি
১৮টি
১৫টি
248. Double headed rail-এর ওজন কত কেজি?
৪৭.৬০ কেজি/মি.
৪৮.৬০ কেজি/মি.
৫০.৬০ কেজি/মি.
৪৯.৬০ কেজি/মি.
249. মিটার গেজের জন্য এক ফুট দৈর্ঘ্যে কত ঘনমিটার ব্যালাস্টের প্রয়োজন হয়
৫.২৫ ঘনফুট
৮.২৫ ঘনফুট
৭.২৫ ঘনফুট
৩৬.২৫ ঘনফুট
250. রেলসড়কের দুটি সমান্তরাল রেল জোড়া যদি সরাসরি বিপরীতমুখী হয়, তবে তাকে বলা হয়-
স্টে গার্ড জয়েন্ট
ব্রিজ জয়েন্ট
স্কয়ার জয়েন্ট
সাসপেন্ডেড জয়েন্ট
251. ট্রেন লাইনচ্যুত হয় কীসের জন্য?
বাকলিং-এর জন্য
অনুভূমিক ফাটলের জন্য
ধুরাবাহিত লোডের জন্য
কোনোটিই নয়
252. সাধারণ রেলের তৈরি ত্রুটির কারণে রেলে যে ব্যর্থতা দেখা যায় তা হলো-
মাথা চিরে যাওয়া
তীর্যক ফাটল
মাথা ভেঙে যাওয়া
উপরের সবগুলো
253. মিটার গেজে ১৩ টন ধুরাবাহিত ওজনের জন্য স্লিপারের ঘনত্ব-
n+3
n+7
n+10
n+5
254. রেলসড়কের দুটি সমান্তরাল রেলের জোড়া যদি পরস্পর বিপরীতমুখী না হয়ে আগেপিছে হয়, তবে ঐ প্রকার জয়েন্টকে বলা হয়-
স্কয়ার জয়েন্ট
ব্রিজ জয়েন্ট
সাসপেন্ডেড জয়েন্ট
স্টে গার্ড জয়েন্ট
255. Fouling Mark বলা হয়-
বিপদ চিহ্ন
নিরাপদ চিহ্ন
সহজে দৃশ্যমান নয় এমন চিহ্ন
কোনোটিই নয়
256. রেলওয়েতে কত ধরনের স্পাইক ব্যবহৃত হয়?
৩ প্রকার
৬ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
257. রেলকে স্লিপারের সাথে আটকানোর জন্য যে-সব উপকরণের প্রয়োজন হয় তা হলো-
রেলের কোনিং
রেল ফ্যাসেনিং
উপরের দুটি
কোনোটিই নয়
258. গার্ডার সেতুর ওপর মিটার গেজ স্লিপারের সর্বোচ্চ দূরত্ব হয়-
১'-০"
০'-৬"
১-৩"
১'-৯"
259. কাঠের স্লিপারের আয়ুষ্কাল কত বছর?
১২ থেকে ১৮ বছর
৮ থেকে ১০ বছর
৯ থেকে ১১ বছর
১০ থেকে ১২ বছর
260. ব্রড গেজ ও মিটার গেজের জন্য সর্বোচ্চ অনুমোদিত বেগ ----- হয়।
3.6√R-60 km/h
4.4√R-80 km/h
4.4√R-70 km/h
কোনোটিই নয়