Image
ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
241. ACI কোড অনুযায়ী প্রতি গ্রেডের কমপক্ষে কতটি নমুনা পরীক্ষা করতে হয়?
৪টি
৩টি
৫টি
৭টি
242. ACI Code অনুসারে Slab-এ Plain bar ব্যবহৃত হলে Minimum reinforcement কত?
0.002 bd
0.025 bd
0.0025 bd
0.0035 bd
243. চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচরাচর ব্যবহারিত চাপ পীড়ন-
210 kg/cm
170 kg/cm
211 kg/cm²
175 kg/cm²
244. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষায় যে সিলিন্ডার ব্যবহৃত হয়, তার উচ্চতা ও ব্যাস যথাক্রমে-
30cm এবং 10cm
30cm এবং 12cm
30cm এবং 15cm
30cm এবং 18cm
245. সিলিন্ডার/কিউব পরীক্ষাগারে সিক্ত আবহাওয়ায় কিউরিং করা হয়-
২১°সে.
৩০°সে.
২৫°সে.
৩৫°সে.
246. ACI কোড অনুসারে কংক্রিটের নিরাপদ পীড়ন fc-এর মান কত?
0.4 f’c
0.45 f’c
0.5 f’c
0.04 f’c
247. করিডোরে অনুমোদিত Minimum live load কত পিএসএফ?
৬০ পা./ব. ফুট
১০০ পা./ব. ফুট
৮০ পা./ব. ফুট
৯০ পা./ব. ফুট
248. মোট চাপ বল এবং মোট টান বল-এর মধ্যবর্তী দূরত্ব-
d/3
2d/3
d/2
2d/5
249. কিউব/সিলিন্ডার কত দিনে কিউরিং করার টেস্টিং মেশিনে স্থাপন করা হয়?
৭ দিন এবং ১৪ দিনে
৭ দিন এবং ২৮ দিনে
৭ দিন এবং ২১ দিনে
৭ দিন এবং ১৮ দিনে
250. ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি কত?
০.০০৫
০.০৫
০.০০০৫
০.৫
251. স্টিল বার পরিমাণ সাধারণত সুতায় প্রকাশ করা হয়। ১ সুতা কত মিমি?
১.১৭৫ মিমি
২.১৭৫ মিমি
৩.১৭৫ মিমি
৪.১৭৫ মিমি
252. কংক্রিটের চাপ পীড়ন নিরূপণ করা হয় সাধারণত-
গোলক ও ত্রিভুজ টেস্টের মাধ্যমে
কিউব ও সিলিন্ডার টেস্টের মাধ্যমে
ক ও খ উভয়ের মাধ্যমে
কোনোটিই নয়
253. সভাকক্ষে অনুমোদিত Minimum live load কত?
500 kg/m²
300 kg/m²
320 kg/m²
400 kg/m²
254. বিম ও শ্যাবের ক্ষেত্রে কংক্রিটের নিরাপদ শিয়ার শক্তি/পীড়ন Ve-এর মান হয়-
0.318√(f' c)
0.530√(f' c)
0.292√(f' c)
কোনোটিই নয়
255. কংক্রিটের শক্তি নির্বাচনে কিউবের পরীক্ষায় বিচূর্ণভার ৫৪৬৭৫ কেজি পাওয়া গেল। কিউবের সাইজ 15cm x 15cm x 15cm হলে সর্বোচ্চ পীড়ন কত হবে অর্থাৎ 'c=?
১০৯ কেজি/বর্গ সেমি
২০৫ কেজি/বর্গ সেমি
২৪৩ কেজি/বর্গ সেমি
২৫৩ কেজি/বর্গ সেমি
256. স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
2.9 × 10^7 পাঃ/বঃ ইঃ
2.9 × 10^6 পাঃ/বঃ ইঃ
2.8 × 10^8পাঃ/বঃ ইঃ
2.9 × 10^9 পাঃ/বঃ ইঃ
257. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষার জন্য কিউব আকৃতির যে ছাঁচ ব্যবহার হয় তার সাইজ-
15cm x 15cm x 15cm
12cm x 12cm x 12cm
10cm x 10cm x 10cm
8cm x 8cm x 8cm
258. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়
259. কিউব টেস্টে সাধারণত সিলিন্ডার টেস্টে প্রাপ্ত শক্তির কত বেশি?
৫%-১০% (প্রায়)
১০%-১৫% (প্রায়)
১৫%-২০% (প্রায়)
২০%-৩০% (প্রায়)
260. ACI Code অনুসারে অমসৃণ Bar ব্যবহৃত হলে Slab-এ Minimum reinforcement কত?
0.002 bd
0.0035 bd
0.003 bd
0.004 bd