278. নিরপেক্ষ অক্ষের অবস্থান নিরূপক সূত্র কোনটি?
ব্যাখ্যা:
ব্যাখ্যা: স্ট্যাটিক্যালি মোমেন্ট ক্ষেত্রফল নিরপেক্ষ অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব।
নিরপেক্ষ অক্ষ থেকে বিমের চাপ এলাকার ক্ষেত্রফল = 6x এবং নিরপেক্ষ অক্ষ থেক ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব
চাপ এলাকার স্ট্যার্টিক্যাল মোমেন্ট = bx x x/2 = bx²/2
একইভাবে নিরপেক্ষ অক্ষ থেকে টান এলাকার মোমেন্ট = nAs (d-x)
টান ও চাপের স্ট্যার্টিক্যাল মোমেন্ট সমান অর্থাৎ bx²/2 = n As (d-x)