EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
261. আল্টিমেট স্ট্রেংথ পর্যায়ে বিমের সংকোচন মুখের সর্ব দূরবর্তী প্রান্তে সৃষ্ট সর্বোচ্চ বিকৃতির পরিমাণ-
০.০০৩
০.০০৫
0.008
০.০০৬
262. CI কোড অনুসারে কর্নার রিইনফোর্সমেন্টের দূরত্ব প্রতি কর্নার থেকে বৃহত্তর স্প্যানের-
L/3
L/6
L/5
L/7
ব্যাখ্যা: ব্যাখ্যা:L/5 দূরত্বে কর্নার রিইনফোর্সমেন্ট দেওয়া স্ল্যাবের সংকোচন প্রতিরোধ করার জন্য।
263. উচ্চশক্তিসম্পন্ন স্ল্যাব, বিম ব্রিজ, ড্যাম, পাইল, পোস্ট এবং পাইপ নির্মাণে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
রিইনফোর্সড কংক্রিট
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিস্ট্রেসড কংক্রিট: কংক্রিট ও স্টিলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরি করা হয়, তাকে প্রিস্ট্রেসড কংক্রিট বলা হয়।
264. নিরপেক্ষ অক্ষের অবস্থান নিরূপক সূত্র কোনটি?
bx²/2 = n (d-x)
bx/2=n As (d-x)
bx²= n As (d-x/3)
bx²/2=n As (d-x)
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ট্যাটিক্যালি মোমেন্ট ক্ষেত্রফল নিরপেক্ষ অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। নিরপেক্ষ অক্ষ থেকে বিমের চাপ এলাকার ক্ষেত্রফল = 6x এবং নিরপেক্ষ অক্ষ থেক ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব চাপ এলাকার স্ট্যার্টিক্যাল মোমেন্ট = bx x x/2 = bx²/2 একইভাবে নিরপেক্ষ অক্ষ থেকে টান এলাকার মোমেন্ট = nAs (d-x) টান ও চাপের স্ট্যার্টিক্যাল মোমেন্ট সমান অর্থাৎ bx²/2 = n As (d-x)
265. Stirrup বা Web Reinforcement বা কর্তন লোহা বা খাড়া লোহার প্রধান কাজ হলো-
বিমের কোনাকুনি শিয়ার পীড়নকে প্রতিহত করার জন্য
প্রধান লোহাকে সঠিক স্থানে রাখার জন্য
কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করার জন্য
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমের কোনাকুনি শিয়ার পীড়ন প্রতিরোধ করার জন্য Web Reinforcement বা স্টিরাপ ব্যবহার করা হয়।
266. কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করে প্রধানত। রিইনফোর্সমেন্ট ফিল্ড উল্লম্ব উপাংশকে প্রতিহত করতে ব্যবহৃত হয়-
Web reinforcement
Main reinforcement
Temperature bar
কোনোটিই নয়
ব্যাখ্যা: বিমের উল্লম্ব উপাংশ প্রতিহত করার জন্য Web Reinforcement ব্যবহৃত হয়।
267. স্টিলের ক্ষেত্রে নিরাপত্তা সহগ নিরূপণে নমনীয় স্ট্রেংথ ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.৫
২.৫
৩.৫
৪.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট জন্য ২-২.৫ Working load. Working load অনুপাত ২.৫ স্টিলের জন্য।
269. কংক্রিটের প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা কত?
১০%
২০%
১৫%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট-এর প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা ১০%।
270. প্রকৃতি পাথর দ্বারা নির্মিত কংক্রিটের একক ওজন কত?
১৪৫ পা./ঘনফুট
১২০ পা./ঘনফুট
৫০ পা./ঘনফুট
২৩০ পা./ঘনফুট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাথর দ্বারা নির্মিত কংক্রিট-এর একক ওজন 145 পা/ঘনফুট।
271. দ্বিমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব-
9cm
12cm
15cm
18cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: দ্বিমুখী স্ল্যাবের পুরুত্ব নির্ণয় সূত্রt= 2(L+S) x100/180 অথবা, 9cm-এর কম হবে না।
272. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/10 kg-cm
WL/12 kg-cm
WL/8 kg-cm
WL/2 kg-cm
273. ACI code অনুসারে কলামের মিনিমাম bngitudinal রডের পরিমাণ কত?
১%
৩%
২%
8%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কলামের brgitudimal reinbrcement limits 1% to 6%
274. টু-ওয়ে স্ল্যাবে মূল লোহা ব্যবহৃত হয়-
লং ডিরেকশন
শর্ট ডিরেকশন
উভয় ডিরেকশন
কলাম স্ট্রিপ বরাবর
ব্যাখ্যা: ব্যাখ্যা: টু ওয়ে স্ল্যাবের মূল লোহা ব্যবহৃত হয় উভয় ডিরেকশনে। ওয়ালে স্ল্যাবে মূল লোহা শর্ট ডিরেকশনে আগে ব্যবহৃত হয়।
275. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো-
ASTM Code
USD Code
ACI Code
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ কোড। এই কোড অনুসরণ করে বিল্ডিং করা হয়।
276. কেবলমাত্র Compressive force-বাহী কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে সকল কাঠামোতে কেবলমাত্র তাপশক্তি উৎপন্ন হয় চাপশক্তি নেওয়ার জন্য প্লেইন কংক্রিট ব্যবহার করা হয়। কারণ পর্যাপ্ত পরিমাণে চাপশক্তি নিতে পারে প্লেইন কংক্রিট।
277. ক্যান্টিলিভার বিমের সর্বাধিক মোমেন্ট হয়--
মুক্তপ্রান্তে
সাপোর্টে
মধ্যবিন্দুতে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ক্যান্টিলিভার বিমের সাপোর্টে বেন্ডিং মোমেন্ট সর্বাধিক। মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্ট-এর মান শূন্য।
278. Web reinforcement কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়েব রিইনফোর্সমেন্ট চার প্রকার, যথা- i)S আকারের (ii) U আকারের (iii) W আকারের (iv) ০ আকারের
279. পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/12
WL/8
WL/2
WL/10
280. টান ও চাপ উভয় ধরনের পীড়ন সৃষ্টি হয়, ঐ সমস্ত কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্রিস্ট্রেসড কংক্রিট
প্লেইন কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: টান ও চাপ উভয় ধরনের পীড়ন বহন করার জন্য রিইনফোর্সড কংক্রিট ব্যবহৃত হয়।