337. রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়-
সাধারণভাবে স্থাপিত ও ঝুলন্ত বিমে
পুরোপুরি অবিচ্ছিন্ন ও ক্যান্টিলিভার বিমে
ক্যান্টিলিভার ও ঝুলন্ত বিমে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিমে রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়। কারণ সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান সর্বাধিক এবং মুক্তপ্রান্তে শূন্য। এজন্য সাপোর্টে সর্বাধিক রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়। আর মুক্তপ্রান্তের দিকে বেন্ডিং মোমেন্টের মান ক্রমান্বয়ে কমতে থাকে। তাই মুক্তপ্রান্তের দিকে রিইনফোর্সমেন্টের মান কমিয়ে দেয়া হয়। একেই রিইনফোর্সমেন্ট কর্তন করা বুঝায়।