289. ম্যাসনরি ওয়ালের ক্ষেত্রে বন্ড ও বেন্ডিং মোমেন্টের জন্য ক্রিটিক্যাল সেকশন হবে ওয়াল পৃষ্ঠ থেকে পুরুত্বের-
ব্যাখ্যা:
ব্যাখ্যা: কংক্রিট এবং ম্যাসনরি দেয়াল ইটের ক্ষেত্রে শিয়ার জন্য ক্রিটিক্যাল সেকশন দেয়ালপৃষ্ঠ থেকে d দূরত্বে। d ফুটিং-এর গভীরতা।
ম্যাসনরি (ইটের) দেয়ালের ফুটিং-এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এবং বন্ডের জন্য ক্রিটিক্যাল সেকশন ওয়ালে এক-চতুর্থাংশ (a/4) ভিতরে।
এখানে, a দেয়ালের পুরুত্ব।