Image
ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
301. আমাদের দেশে সাধারণত কত পুরুত্বের কম স্ল্যাবে ঢালাই করা হয় না?
7.5cm
9cm
10cm
12cm
302. কোনো Reinforced concrete section-এ কংক্রিটের আগেই যদি লোহা সর্বোচ্চ Stress-এ পৌঁছে যায় তবে ঐ Section-কে বলা হয়-
under-reinforced section
over-reinforced section
balanced section
crítical section
303. 'd' পুরুত্ববিশিষ্ট একটি Slab-এর Main reinforcement-এর সর্বোচ্চ Spacing-
1d
2d
3d
4d
304. বিম ডিজাইনকালে প্রাথমিকভাবে এর Depth অনুমান করা হয় এভাবে-
১২ ইঞ্চি
বিমের দৈর্ঘ্য যত ফুট তত ইঞ্চি
প্রস্থের দ্বিগুণ
ঘরের ক্ষেত্রফলের বর্গমূল (ইঞ্চিতে)
305. সেমি কন্টিনিউয়াস প্ল্যানের পুরুত্ব-
L/25
L/30
L/35
L/12
307. একটি Simply supported rectangular beam- Vertical stirrup-এর Spacing-
সবচেয়ে বেশি Support-এর নিকটে
সবচেয়ে কম Support-এর নিকটে
সবচেয়ে কম দুই Support-এর মধ্যবর্তী স্থানে
সর্বত্র সমান
308. ব্যবহারের পূর্বে Pre-stressed concrete girder-4 Pre-stressing tendon দিয়ে-
Tension Zone-এ Compression প্রয়োগ করা হয়
Compression Zone-এ Compression প্রয়োগ করা হয়
Tension Zone-এ Tension প্রয়োগ করা হয়
Compression Zone-এ Tension প্রয়োগ করা হয়
309. Beam অথবা Girder নির্মাণের ক্ষেত্রে একাধিক Layer-এ MS rod স্থাপন করা হলে দুই Layer-এর মাঝে Minimum কত দূরত্ব রাখা উচিত?
২৫ মিমি
২০ মিমি
১৫ মিমি
ব্যবহৃত MS rod-এর ব্যাসের সমান
310. বাসগৃহের জন্য ন্যূনতম সচল ভার-
100 kg/m²
200 kg/m²
300 kg/m²
400 kg/m²
312. একটা Reinforced concrete column-4 Longitudinal bars নিম্নোক্ত মাপের কম হওয়া উচিত নয়-
8 mm
12 mm
16 mm
25 mm
313. রিবেড স্ল্যাবে টপ স্ল্যাবের পুরুত্ব ন্যূনতম পক্ষে রিবের মধ্যবর্তী যুক্ত দূরত্বের কত অংশ?
1/10
1/15
1/12
1/20
314. আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার V-এর মান-
0.4 W
0.8 W
0.6 W
W
315. T-বিমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়েব
কলাম ক্যাপাসিটাল
ফ্লেজ
কোনোটিই নয়
316. একমুখী স্ল্যাবের লম্বালম্বি দিকে কল্পিত স্ট্রিপের বিভিন্ন অংশের মোমেন্ট-
সমান
অসমান
শূন্য
দ্বিগুণ
317. দুই-এর অধিক Support-যুক্ত Beam-কে বলে-
Simply supported beam
Continuous beam
Overhanging beam
Cantilever beam
318. বাসভবন এবং Public Building-এর Live load-এর পরিমাণ ধরা হয় যথাক্রমে-
৪০/৭৫ পাউন্ড/বর্গফুট
৫০/১০০ পাউন্ড/বর্গফুট
৪০/১০০ পাউন্ড/বর্গফুট
৬০/১২০ পাউন্ড/বর্গফুট
319. কলামের চারদিকে অধিক পুরু' Flat slab-এর অংশকে বলে-
column head
panel
column capital
drop
320. T-বিমের স্ল্যাবের অংশক্ষে বলা হয়-
ওয়েব
ফ্রেজ
স্ল্যাব
কোনোটিই নয়