পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
241. কোনটি ফায়ার টিউব বয়লার?
ল্যাংকাশায়ার বয়লার
লোকোমোটিভ বয়লার
কোচরান বয়লার
সবগুলো সঠিক
242. স্টারলিং ওয়াটার টিউব বয়লার আবিষ্কার করা হয় কত সালে?
১৮৮৭ সালে
১৮৭৮ সালে
১৭৮৮ সালে
১৮৭৬ সালে
243. ব্যাব-কক উইলকক্স বয়লার সর্বপ্রথম তৈরি হয় কত সালে?
১৮৬৭ সালে
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৬৮৭ সালে
244. ফায়ার টিউব বয়লারে ওয়াটার টিউব বয়লার অপেক্ষা স্টিম উৎপাদনের ক্ষমতা কেমন?
বেশি
কম
সমান
সবক'টি
245. কোন বয়লাবের টিউবের ভিতরে পানি থাকে?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
কোল্ড টিউব বয়লার
নির্গমন টিউব বয়লার
246. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের কোন সুবিধা পাওয়া যায়?
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কর্মদক্ষতা বৃদ্ধি পায়
সবগুলো
247. ল্যাংকেশার বয়লার কী ধরনের বয়লার?
স্টেশনারী ফায়ার টিউব বয়লার
ইন্টার্নালী ফায়ার বয়লার
হরিজন্টাল বয়লার
সবগুলো
248. প্রেসারাইজড্ ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
ভারী পানি
হালকা পানি
ঠান্ডা পানি
ফুটন্ত পানি
249. ফায়ার টিউব বয়লারে-
পানি উত্তপ্ত টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়
আগুন টিউবের মধ্যে থাকে
পানি ও আগুন উভয়ই টিউবের মধ্যে থাকে
উপরের কোনোটিই সঠিক নয়
250. ফায়ার টিউব বয়লার স্টিম উৎপন্ন করে সর্বোচ্চ কতবার।
২৩.৫ বার
২৪.৫ বার
২৫.৫ বার
২৬.৬ বার
251. কোনটি ফায়ার টিউব বয়লার?
ল্যামন্ট বয়লার
বেনসন বয়লার
কোচরান বয়লার
সবগুলো
252. নিচের কোন বয়লারটি ফায়ার টিউব?
ল্যাংকাশায়ার বয়লার
ব্যাবকক (Babcock) অ্যান্ড উইলকক্স বয়লার
স্টারলিং বয়লার
ভেলোকস বয়লার
253. ওয়াটার টিউব বয়লার সাধারণত ব্যবহার করা হয় কোথায়?
বড় প্লান্টে
ছোট প্লান্টে
মধ্যম প্লান্টে
সবক'টিতে
254. নিচের কোন বয়লারের হিটিং সারফেজ ও স্টিম উৎপাদন ক্ষমতা বেশি?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
উভয় বয়লার
কোনোটিই নয়
255. হিট এক্সচেঞ্জারের অপর নাম কী?
স্টিম জেনারেটর
কন্ডেন্সার
রিয়্যাক্টর
মডারেটর
256. নিচের কোন বয়লারটি স্টিমের চাহিদা অনুযায়ী ওঠানামা করতে সবচেয়ে বেশি উপযোগী?
(ক) লোকোমোটিভ বয়লার
(খ) ল্যাঙ্কাশায়ার বয়লার
(গ) কার্নিশ বয়লার
(ঘ) ব্যাবকক এবং উইলককস বয়লার
257. নিম্নোক্ত কোনটি ওয়াটার টিউব বয়লার
ল্যাংকাশায়ার
লোকোমোটিভ
ব্যাবকক অ্যান্ড উইলকক্স।
কোচরান
258. বয়েলিং ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
হালকা পানি
সোডিয়াম
ক্যালসিয়াম
সোডিয়াম পটাশিয়াম।
259. বৃহৎ পাওয়ার প্লান্টের জন্য বেশি উপযোগী কোনটি?
ওয়াটার টিউব
ফায়ার টিউব বয়লার
কোনোটিই নয়
ক ত্ত খ
260. কোন যন্ত্র তরলের এনার্জিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
টারবাইন
পাম্প
মোটর
জেনারেটর