Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
201. রাতালগুল কোথায় অবস্থিত?
কোম্পানীগঞ্জে
ছাতকে
কারাইহাটে
গোয়াইরঘাটে
202. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?
দিনাজপুর
চাঁপাইনবাবগঞ্জ
পঞ্চগড়
বান্দরবান
203. বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান-
রাষ্ট্রপতি নিজেই
প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী
স্পীকার
204. কত তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপধিতে ভূষিত করা হয়?
২২ শে ফেব্রুয়ারি ১৯৬৯
৩রা মার্চ ১৯৭১
২৩ শে ফেব্রুয়ারি ১৯৬৯
১০ই জানুয়ারি ১৯৭২
205. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে?
ব্রাহ্মণবাড়ীয়া
সিলেট
হবিগঞ্জ
ভোলা
206. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
স্বাধীনতা পদক
ক্রীড়া পদক
বাংলা একাডেমি পদক
একুশে পদক
207. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
অধ্যাপক ইউসুফ আলী
মাহবুব উদ্দীন
আহমেদ তৌফিক-ই-ইলাহী চৌধুরী
আব্দুল মান্নান
208. বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
১৪ এপ্রিল
২১ এপ্রিল
১৭ এপ্রিল
২৩ এপ্রিল
209. গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিবৃত হয়েছে?
প্রথম ভাগে
পঞ্চম ভাগে
দ্বিতীয় ভাগে
দশম ভাগে
210. ভারতের সেভেন সিস্টারখ্যাত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
মিজোরাম
আসাম
নাগাল্যান্ড
মেঘালয়
211. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
১৯১৮
১৯২০
১৯২১
১৯১৭
212. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
এ.এইচ.এম কামারুজ্জামান
213. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডিলিট ডিগ্রি' প্রদান করেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
214. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে?
ময়মনসিংহ
বগুড়া
দিনাজপুর
সিলেট
215. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত আছে?
দ্বিতীয়
চতুর্থ
তৃতীয়
পঞ্চম
216. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
জনাব তাজউদ্দীন আহমদ
অধ্যাপক ইউসুফ আলী
ক্যাপ্টেন এম মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
218. মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে জারি করা হয়েছিল?
১০ এপ্রিল ১৯৭১
২০ মে ১৯৭১
২৮ মে ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
219. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
চতুর্থ ভাগ
220. জাতীয় সংসদের ১ নং আসনটি কোন জেলায়?
বান্দরবান
চাঁপাইনবাবগঞ্জ
পঞ্চগড়
কক্সবাজার