Image
বাংলাদেশ বিষয়ে MCQ Questions
221. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত "ছয় দফা" কোথায় ঘোষণা করা হয়েছিল?
ঢাকা
চট্টগ্রাম
লাহোর
কলকতা
222. বছরের সবচেয়ে বড়দিন কোনটি?
২০ জুন
২২ জুন
২১ জুন
২৩ জুন
223. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
224. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
চীন
রাশিয়া
নেপাল
শ্রীলংকা
225. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
কুমিল্লা
বান্দরবান
ফেনী
চট্টগ্রাম
226. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
227. SDG-এর Goal এবং Target এর সংখ্যা কত?
১৫ ও ২০
১৭ ও ১৬৯
২২ ও ২৮
৮ ও ২৭
228. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কক্সবাজার
বাগেরহাট
ভোলা
খুলনা
229. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
230. 'রামসার এলাকা' ভুক্ত স্থান কোনটি?
টাঙ্গুয়ার হাওর
বনি বাওর
রাউয়াছড়া বরাল
চলন বিল
231. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
১৯৬০-১৯৬২ সাল
১৯৬২-১৯৬৪ সাল
১৯৬৩-১৯৬৫ সাল
১৯৬৬-১৯৬৯ সাল
232. কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়?
১৫ ডিসেম্বর
১৫ আগস্ট
১৪ ডিসেম্বর
১৭ এপ্রিল
233. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ষষ্ঠ তফশিলে
পঞ্চম তফশিলে
দ্বিতীয় তফশিলে
সপ্তম তফশিল
234. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
235. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
236. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
237. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
তৃতীয় ভাগ
দ্বিতীয় ভাগ
পঞ্চম ভাগ
238. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যের অংশ কেন বলা হয়?
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
মৎস্য সম্পদের জন্য
বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য
রামসার সাটি হিসেবে ঘোষণার জন্য
239. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
240. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী