বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
221. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত "ছয় দফা" কোথায় ঘোষণা করা হয়েছিল?
ঢাকা
চট্টগ্রাম
লাহোর
কলকতা
222. 'রামসার এলাকা' ভুক্ত স্থান কোনটি?
টাঙ্গুয়ার হাওর
বনি বাওর
রাউয়াছড়া বরাল
চলন বিল
223. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
১৯৬০-১৯৬২ সাল
১৯৬২-১৯৬৪ সাল
১৯৬৩-১৯৬৫ সাল
১৯৬৬-১৯৬৯ সাল
224. কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়?
১৫ ডিসেম্বর
১৫ আগস্ট
১৪ ডিসেম্বর
১৭ এপ্রিল
225. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কী পরিমাণ বিদ্যুৎ উপন্ন হবে?
১২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
১০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
226. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
নবান আলীবর্দী খাঁ
ফখরুদ্দিন মোবারক শাহ
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি
227. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
228. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
229. বছরের সবচেয়ে বড়দিন কোনটি?
২০ জুন
২২ জুন
২১ জুন
২৩ জুন
230. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যের অংশ কেন বলা হয়?
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
মৎস্য সম্পদের জন্য
বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য
রামসার সাটি হিসেবে ঘোষণার জন্য
231. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
232. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
কুমিল্লা
বান্দরবান
ফেনী
চট্টগ্রাম
233. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
চীন
রাশিয়া
নেপাল
শ্রীলংকা
234. বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে পালিত হবে?
২০২১
২০২০
২০২৪
২০২৫
235. সুধারাম বাংলাদেশের কোন জেলার পূর্বনাম?
যশোর
বরিশাল
নোয়াখালী
দিনাজপুর
236. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়?
কুমিল্লা
পাবনা
রাজশাহী
খুলনা
237. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ষষ্ঠ তফশিলে
পঞ্চম তফশিলে
দ্বিতীয় তফশিলে
সপ্তম তফশিল
238. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কক্সবাজার
বাগেরহাট
ভোলা
খুলনা
239. SDG-এর Goal এবং Target এর সংখ্যা কত?
১৫ ও ২০
১৭ ও ১৬৯
২২ ও ২৮
৮ ও ২৭
240. বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়?
১৯৭৫
১৯৭৪
১৯৭৬
১৯৭৭